X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

কমনওয়েলথ সম্মেলনে যোগ দিতে লন্ডনে গেছেন বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০১৭, ১৬:৩৩আপডেট : ০৮ মার্চ ২০১৭, ১৬:৩৩

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ কমনওয়েলথ বাণিজ্যমন্ত্রী সম্মেলনে যোগদিতে লন্ডনে গেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মঙ্গলবার গভীর রাতে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যান তিনি। কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের উদ্যোগে আগামী ৯ ও ১০ মার্চ লনকাস্টার হাউজে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বাণিজ্যমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্মেলনে ফিন্যান্সিয়াল সার্ভিসেস, ইজি অফ ডুয়িং বিজনেস, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন, বিজনেস অ্যান্ড সাসটেইনেবলিটি, ক্রিয়েটিং এন এক্সপোর্ট ইকোনমি এবং অ্যাট্রাক্টিং ইনভেস্টমেন্ট বিষয়ে আলোচনা হবে।

তোফায়েল আহমেদ টেকনোলজি অ্যান্ড ইনোভেশন এবং ক্রিয়েটিং এন এক্সপোর্ট ইকোনমি বিষয়ের ওপর অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখবেন। প্রতিবছর বাংলাদেশে থেকে প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য যুক্তরাজ্যে রফতানি হয়। এলডিসিভুক্ত দেশ হিসেবে বাংলাদেশ ইউরোপিয়ন ইউনিয়নের দেওয়া এভরিথিংস বাট আর্মস (ইবিএ)-এর আওতায় সম্পূর্ণ বাজার সুবিধা পেয়ে আসছে। যুক্তরাজ্য ইউরোপিয়ন ইউনিয়ন থেকে বেরিয়ে গেলে যাতে এ সুবিধা অব্যাত থাকে সে বিষয়ে বাণিজ্যমন্ত্রী যুক্তরাজ্যের নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনা করবেন।

জানা গেছে, সম্মেলনে কমনওয়েলভুক্ত প্রায় ২৫টি দেশের বাণিজ্যমন্ত্রী যোগদান করবেন। কমনওয়েলভুক্ত দেশগুলোর ২ দশমিক ৩ বিলিয়ন জনগোষ্টির মধ্যে আন্তঃরাষ্ট্রিয় বাণিজ্য বৃদ্ধিসহ বিশ্ব বাণিজ্যের বর্তমান অবস্থা এবং এর অগ্রগতি পর্যালোচনা ও মতবিনিময় করা হবে। দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণে বাধাগুলো চিহ্নিত করে তা সমাধানের জন্য একটি পলিসি তৈরি করা হবে। সম্মেলনে পোস্ট ব্রেক্সিট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে।

বাণিজ্যমন্ত্রী ১১ মার্চ দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
তীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগতীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া