X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

উভয় পুঁজিবাজারের সূচকে মিশ্র প্রবণতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০১৭, ১৬:০৪আপডেট : ১২ মার্চ ২০১৭, ১৬:০৪

 

ডিএসই ও সিএসই সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচকে মিশ্র প্রবণতায় শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর শরীয়াহ সূচক ও সিএসই-৩০ সূচক কমলেও অন্যান্য সব সূচক সামান্য বেড়েছে। তবে এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ৬৩ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৫ দশমিক ৬৭ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ৩৬৪ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ২৪৯ কোটি ৬০ লাখ।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে এক হাজার ২৮৫ কোটি ৪৯ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল এক হাজার ১৮৫ কোটি ৩৬ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১০০ কোটি ১৩ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৭৬ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৩৭ পয়েন্ট কমে ১ হাজার ৩০৮ পয়েন্টে এবং ৫ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ৫৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৫টির, কমেছে ১৪৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪০টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লংকা-বাংলা ফাইন্যান্স, বেক্সিমকো লিমিটেড, ফার কেমিক্যাল, বেক্স ফার্মা, শিপার্ড ইন্ডাস্ট্রিজ, কেয়া কসমেটিকস, আইপিডিসি, বিডি থাই, জিপিএইচ ইস্পাত এবং সেন্ট্রাল ফার্মা।
রবিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৭৮ কোটি ৫৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৬৪ কোটি ২৪ লাখ টাকা টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ১৪ কোটি ৩৪ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৫ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৬৫৯ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১২ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৫৮৩ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ০ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮৯ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৩০ দশমিক ৩২ পয়েন্ট কমে ১৫ হাজার ২৫৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৫টির, কমেছে ১০৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৬টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বেক্স ফার্মা, ফার কেমিক্যাল, কেয়া কসমেটিকস, শিপার্ড ইন্ডাস্ট্রিজ, লংকা-বাংলা ফাইন্যান্স, অ্যাপোলো ইস্পাত, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইসলামী ব্যাংক এবং জিপিএইচ ইস্পাত।
/এসএনএইচ/

সম্পর্কিত
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
থ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আবেদন শুরু রবিবার
সর্বশেষ খবর
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন