X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

শেষ হচ্ছে পাটপণ্যের মেলা, মিলেছে ৪ কোটি টাকার অর্ডার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০১৭, ১৭:৪৫আপডেট : ১৩ মার্চ ২০১৭, ১৭:৫০

ঢাকায় পাটজাত পণ্যের মেলা, ছবি- সংগৃহীত দেশে প্রথমবারের মতো পালিত হওয়া জাতীয় পাট দিবস ও পাঁচ দিনব্যাপী পাটপণ্যের মেলা শেষ হচ্ছে সোমবার সন্ধ্যায়। গত ৯ মার্চ থেকে শুরু হয়ে টানা পাঁচ দিনের কেনাবেচা শেষে এ মেলা শেষ হচ্ছে। এর মধ্যদিয়ে “জাতীয় পাট দিবস-২০১৭”  উদযাপন উপলক্ষে ১০ দিনব্যাপী বিভিন্ন আয়োজনও শেষ হচ্ছে। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে এর সমাপনী অনুষ্ঠান।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মেলায় পাঁচ দিনে মোট ৩ কোটি ৬৪ লাখ ৫৫ হাজার ২শ  টাকার বহুমুখী পাটপণ্য বিক্রয় হয়েছে এবং ৪ কোটি ১২ লাখ টাকার অর্ডার পাওয়া গেছে। সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী  ইমাজ উদ্দিন প্রামাণিক প্রধান অতিথি ও প্রতিমন্ত্রী মির্জা আজম এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে।

জুট ডাইভাসিফিকেশন প্রমোশন সেন্টার  (জেডিপিসি) এর উদ্যোগে আয়োজিত এ মেলায় ৯৫টি  উদ্যোক্তা প্রতিষ্ঠানের মোট ৬১টি পাটপণ্যের স্টল ছিল। পাটপণ্যের প্রতি মানুষের বিশেষ আগ্রহের কারণে বহুমুখী পাটপণ্যের মেলা তিন দিনব্যাপী হওয়ার কথা থাকলেও দুদিন বাড়ানো হয়।

উল্লেখ্য ‘সোনালি আঁশের সোনার দেশ, পাটপণ্যের বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে গত ৬ মার্চ  সারাদেশে এবারই প্রথমবারের মতো পালিত হয় ‘জাতীয় পাট দিবস-২০১৭’। এ উপলক্ষে গত ৪ মার্চ শনিবার হাতিরঝিলে নৌ-র‌্যালি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান,৫ মার্চ রবিবার  জাতীয় সংসদ ভবনের সামনে পাটের তৈরি ক্যানভাসে দেশবরেণ্য শিল্পীদের  চিত্রাঙ্কন, ৬ মার্চ সোমবার সকালে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ১ মার্চ থেকে ঢাকাসহ সারাদেশে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাট ও পাটজাত পণ্য সহযোগে বর্ণিল আলোক সজ্জা করা হয়েছে। গত  ৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিবিদ ইনস্টিটিউশনে মূল অনুষ্ঠান ও বহুমুখী পাটপণ্যের মেলার উদ্বোধন করেন।

/এসআই/  এপিএইচ/

আরও পড়ুন: 
৭ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব ঢাকা চেম্বারের

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাইরাল সেই বক্তব্যের বিষয়ে কুষ্টিয়া আ.লীগ সভাপতিকে শোকজ
ভাইরাল সেই বক্তব্যের বিষয়ে কুষ্টিয়া আ.লীগ সভাপতিকে শোকজ
ঢাকার চেয়ে আফ্রিকার ছোট শহরের বাসগুলোও সুন্দর: সড়কমন্ত্রী
ঢাকার চেয়ে আফ্রিকার ছোট শহরের বাসগুলোও সুন্দর: সড়কমন্ত্রী
৮৫ গ্রাম হেরোইন উদ্ধারের মামলায় আসামির যাবজ্জীবন
৮৫ গ্রাম হেরোইন উদ্ধারের মামলায় আসামির যাবজ্জীবন
বাংলাদেশি টাকা পাচার করতে গিয়ে  সিপিএম নেতা গ্রেফতার
বাংলাদেশি টাকা পাচার করতে গিয়ে সিপিএম নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
‘অধিকার দিতে হবে না, কেড়ে না নিলেই হবে’
‘অধিকার দিতে হবে না, কেড়ে না নিলেই হবে’