X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

১৫ মার্চ শুরু হচ্ছে জাতীয় এসএমই মেলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০১৭, ২২:২৪আপডেট : ১৩ মার্চ ২০১৭, ২২:২৬

১৫ মার্চ শুরু হচ্ছে জাতীয় এসএমই মেলা আগামী ১৫ মার্চ থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী ক্ষুদ্র ও মাঝারি শিল্প জাতীয় এসএমই মেলা-২০১৭। সোমবার (১৩ মার্চ)এই মেলার তথ্য জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে এসএমই ফাউন্ডেশন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় সারাদেশ থেকে ২০০টি এসএমই প্রতিষ্ঠান ২১৬টি স্টলে পণ্য প্রদর্শন করবে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলবে আগামী ১৯ মার্চ পর্যন্ত।

এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম বলেন, ‘দেশকে মধ্যম আয়ের দেশে নিয়ে যেতে হলে কৃষি, শিল্প ও উদ্যোক্তা খাতকে অবশ্যই উন্নত করতে হবে।দেশের সার্বিক কল্যাণের স্বার্থে বিশেষ করে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে উদ্যোক্তা উন্নয়নের বিকল্প নেই।’

এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন কেএম হাবিব উল্লাহর সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ।

এবারের মেলায় ক্রেতা-বিক্রেতা মিটিং বুথ, রক্তদান কর্মসূচি, মিডিয়া সেন্টার, তথ্যকেন্দ্রের স্টল থাকবে। এবারের মেলায় প্রথমবারের মতো জাতীয় রাজস্ব বোর্ডের একটি স্টল থাকবে।

মেলা উপলক্ষে ব্যবসা বহুমুখীকরণ, নারী উদ্যোক্তাদের প্রস্তুতি, নতুন ভ্যাট আইনে এসএমইবান্ধব ব্যবস্থাসমূহ এবং নন ফাইন্যান্সিয়াল সার্ভিসেস টু এসএমই কাস্টমার ফর সাসটেইনেবল এসএমই ফাইন্যান্সিং শীর্ষক তিনটি সেমিনার আয়োজন করা হয়েছে।

এসএমই ফাউন্ডেশন জানায়, মেলায় দেশে উৎপাদিত পাটজাত পণ্য, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, আইটি পণ্য, প্লাস্টিক ও অন্যান্য সিনথেটিক, হস্তশিল্প, ডিজাইন ও ফ্যাশন ওয়্যারসহ অন্যান্য মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের স্বদেশি পণ্য প্রদর্শিত ও বিক্রি হবে। কোনও বিদেশি পণ্য মেলায় প্রদর্শন ও বিক্রি করা হবে না।

এছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাজার সম্প্রসারণ, এসএমই উদ্যোক্তাদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, যোগাযোগ এবং সেতুবন্ধন তৈরিতে সহায়তা, এসএমই উদ্যোক্তা এবং ভোক্তাদের মাঝে পারস্পরিক সংযোগ স্থাপন এবং পণ্য উৎপাদন ও সেবা সৃষ্টির ক্ষেত্রে ভোক্তাসহ বিভিন্ন মহলের সৃজনশীল মতামত ও পরামর্শ গ্রহণ করতেই এ মেলার আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে দেশের এসএমই উদ্যোক্তাদের অবদান ও অংশগ্রহণকে স্বীকৃতি দেওয়ার লক্ষে এসএমই ফাউন্ডেশন পুরুষ ও নারী ক্যাটাগরিতে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০১৭’ প্রদেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রত্যেক বিজয়ী উদ্যোক্তাকে এক লাখ টাকা পুরস্কার এবং ট্রফি ও সার্টিফিকেট দেওয়া হবে। এছাড়া এসএমই খাতের সুষ্ঠু বিকাশ ও উন্নয়নের লক্ষ্যে নতুন উদ্যোক্তা তৈরি ও সৃজনশীল এনএসই খাত উদ্ভাবনের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন দ্বিতীয়বারের মতো ‘জাতীয় এসএমই ব্যবসায় পরিকল্পনা প্রতিযোগিতা-২০১৬’ আয়োজন হরেছে। এই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার বিজয়ী পাবেন ৩ লাখ টাকা, দ্বিতীয় বিজয়ী পাবেন ২ লাখ, তৃতীয় বিজয়ী পাবেন ১ লাখ টাকা। সবার জন্য সার্টিফিকেট ও ট্রফি দেওয়া হবে।

/জিএম/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ