X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ধনীদের ওপর কর বাড়ানোর প্রস্তাব শেখ সেলিমের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০১৭, ১৯:৪৮আপডেট : ১৬ মার্চ ২০১৭, ১৯:৪৮

শেখ সেলিম আগামী অর্থবছরের বাজেটে ধনীদের ওপর কর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম। একই সঙ্গে তিনি গরীবের কষ্ট কমাতে বাজেটে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ওপর যেন অতিরিক্ত কর না বাড়ে সে ব্যাপারে নজর দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বৃহস্পতিবার (১৬ মার্চ) গোপালগঞ্জের সুইমিংপুল ও জিমনেসিয়ামে এনবিআর আয়োজিত ‘২০১৭-১৮ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা ও রাজস্ব সংলাপে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ সেলিম বলেন, ‘দেশে বর্তমানে ২৮ লাখ মানুষ কর দেয়। যা মোট জনসংখ্যার মাত্র ২ শতাংশও না। বাংলাদেশের মানুষের মধ্যে কর না দেওয়ার প্রবণতা বেশি। অথচ বিদেশে চাকরিজীবী, ব্যবসায়ীসহ সক্ষম সবার মধ্যে কর দেওয়ার প্রবণতা রয়েছে।’
দেশের অনেক সামর্থ্যবান ব্যক্তি কর দেয় না উল্লে করে তিনি বলেন, ‘কর দেওয়া বোঝা নয়, আর্শীবাদ। দেশের সক্ষম ব্যবসায়ীদের মধ্যে অনেকেই ভ্যাট দেয় না। ভ্যাটের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে এ ধরনের ফাঁকি দেওয়া হয়। এ ফাঁকি বন্ধ করতে হবে।’ তবে ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপ করা হলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে, বলেও মন্তব্য করেন তিনি।

রাজস্ব সংলাপে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার আগ পর্যন্ত দেশের রাজস্ব প্রবৃদ্ধি ছিল ৬০ শতাংশের বেশি। বর্তমান সরকারের অধীনে রাজস্ব প্রবৃদ্ধি প্রতিবছর বৃদ্ধি পাচ্ছে।’

প্রতি জেলায় রাজস্ব ভবন হবে জানিয়ে চেয়ারম্যান বলেন, ‘প্রতিটি জেলায় একটি করে রাজস্ব ভবন হবে। যেখানে আয়কর, ভ্যাট ও শুল্ক অফিস থাকবে। তাতে সব রাজস্ব সেবা একই ছাদের নিচে নিশ্চিত করা যাবে।’

/জিএম/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
মন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা