X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

থাই পণ্যের প্রদর্শনী শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০১৭, ১৩:৪৪আপডেট : ২২ মার্চ ২০১৭, ১৩:৪৬

বাংলাদেশ-থাইল্যান্ড রাজধানীতে শুরু হয়েছে থাইল্যান্ডে পণ্য প্রদর্শনী ‘থাই উইক-২০১৭’। আগামী ২৫ মার্চ পর্যন্ত এ প্রদর্শনী চলবে। বুধবার সকালে হোটেল সোনারগাঁওয়ে থাই উইকের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড প্রমোশন (ডিআইটিপি), বাণিজ্যমন্ত্রণাল, রয়েল থাই সরকার, বাংলাদেশে রয়েল থাই দূতাবাস যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।

জানা গেছে, ২২-২৩ মার্চ প্রদর্শনী শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য এবং ২৪-২৫ মার্চ সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা প্রদর্শনী উন্মুক্ত থাকবে। প্রদর্শন করা হচ্ছে- চিকিৎসাসেবা, কসমেটিকস, সৌন্দর্য বর্ধক, গার্মেন্টস ও ফ্যাশন সামগ্রী, ইলেকট্রনিক্স পণ্য, স্পা, জুয়েলারি, কনফেকশনারি, ভারি শিল্প, গৃহস্থলি পণ্য, খাবার ও পানীয়সহ আনুষঙ্গিক পণ্য।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বাংলাদেশে থাইল্যান্ডের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, ‘বাংলাদেশে বিদেশী ব্যবসায়ীরা যে সুযোগ ভোগ করে থাইল্যান্ডের ব্যবসায়ীরা সে সুযোগ ব্যবহার করতে পারবেন। বাংলাদেশে যে একশ অর্থনৈতিক অঞ্চল হবে তার মধ্যে একটি থাইল্যান্ডের ব্যবসায়ীরা বরাদ্দ নিতে পারেন। এক্ষেত্রে বাংলাদেশি ব্যবসায়ীরা থাইল্যান্ডের ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করতে পারে।’

তিনি আরও বলেন, ‘চিকিৎসা ও বাণিজ্যের ক্ষেত্রে দুই দেশ এক সঙ্গে কাজ করতে পারে। গত বছর থাইল্যান্ডে বাংলাদেশি পণ্যের মেলা অনুষ্ঠিত হয়। সেখানে ব্যাপক সাড়া পাওয়া গেছে। ব্যবসায়ীরা আন্তরিকতার সঙ্গে কাজ করলে থাইল্যান্ডে বাংলাদেশি পণ্যের ব্যাপক বাজার আছে।’

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা