X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

জেনারেল স্টোরের সমান ভ্যাট চান সুপারমার্কেট ব্যবসায়ীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০১৭, ১৪:৪০আপডেট : ২৩ মার্চ ২০১৭, ১৫:০৪

জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির বৈঠক জেনারেল স্টোর ও সুপারমার্কেটগুলোর ভ্যাট হার সমান করার প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ সুপারমার্কেট ওনার্স অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে অনুষ্ঠিত ২০১৭-১৮ অর্থবছরের প্রাক বাজেট আলোচনায় সংগঠনের সভাপতি নিয়াজ রহিম এ প্রস্তাব দেন।

নিয়াজ রহিম বলেন, ‘একই রকম ব্যবসা পরিচালনা করেও জেনারেল স্টোরগুলো প্যাকেজ ভ্যাট দিচ্ছে। সেখানে সুপারমার্কেটগুলো ক্রেতাদের নিকট থেকে চার শতাংশ ভ্যাট আদায় করছে। ফলে শুরুতেই সুপারমার্কেটগুলো অসম প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে। এ অবস্থায় সুপারমার্কেটগুলোকেও প্যাকেজ ভ্যাটের আওতায় আনা হোক।’

তিনি বলেন, ‘ডিপার্টমেন্ট স্টোরগুলো তাদের বিপণন কৌশল হিসেবে বিক্রয় রশিদে ভ্যাট নাই বা শূন্য ভ্যাট উল্লেখ করে। অনেক ক্ষেত্রে অপেক্ষাকৃত বড় ডিপার্টমেন্ট স্টোরে ছোট সুপারমার্কেটের চেয়ে বেশি বিক্রি হয়। অথচ সারা বছর সর্বোচ্চ ১৪ হাজার টাকা ভ্যাট পরিশোধ করে। কিন্তু কম বিক্রি করেও সুপারমার্কেটগুলোকে লাখ লাখ টাকা ভ্যাট পরিশোধ করতে হয়।’

নিয়াজ রহিম জানান, ‘ডিপার্টমেন্ট স্টোর খাতের এক লাখ কোটি টাকা ব্যবসা থেকে সরকারের ভ্যাট আদায় হয় ২৫ কোটি টাকা। আর সুপারমার্কেট খাতের এক হাজার কোটি টাকার ব্যবসা থেকে সরকারের ভ্যাট আদায় হয় ১৮ কোটি টাকা। একই প্রকৃতির ব্যবসায় দুই ধরনের ভ্যাট আদায় চরম বৈষম্যমূলক। অন্যদিকে সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্যের ওপর ভ্যাট আদায় ভোক্তা আইনের পরিপন্থী। যা ভোক্তা অধিকার সংরক্ষণ সংস্থা থেকে এ বিষয়ে সতর্ক করা হয়ছে।’

তিনি আরও বলেন, ‘বৈষম্যমূলক নীতি এবং ভ্যাট আইন প্রয়োগের বাস্তবতার কারণে সুপারমার্কেটের অস্তিত্ব হুমকির সম্মুখীন। পাশাপাশি এইখাত থেকে সরকারের রাজস্ব আদায়ের সম্ভাবনাও কমে আসছে। এই খাতে বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে গেছে। গত তিন বছরে বন্ধ হয়ে গেছে বেশকটি সুপারমার্কেট।’

সম-হারে ভ্যাটের পাশাপাশি বাংলাদেশ সুপারমার্কেট ওনার্স অ্যাসোসিয়েশন পক্ষ থেকে সুপারমার্কেটের ভাড়ার ওপর আরোপ করা ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার এবং বছর বছর ভ্যাট, ট্যাক্স হার পরিবর্তন না করে পাঁচশালা কল্পনার দীর্ঘ মেয়াদী পরিকল্পনার মাধ্যমে ভ্যাট ও ট্যাক্স হার নির্ধারণের দাবি জানানো হয়।

এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে এই আলোচনা সভায় হোটেল, রেস্তোরাঁ, গেস্ট হাউজ, রেস্টুরেন্টসহ বেশ কয়েকটি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

 /জিএম/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!