X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ব্যাংকে আগুনের ঘটনায় সরকার উদ্বিগ্ন: অর্থ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০১৭, ১২:৪৭আপডেট : ২৪ মার্চ ২০১৭, ১২:৫০

 

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান (ছবি: সংগৃহীত) বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন লাগার ঘটনায় সরকার উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘এই অগ্নিকাণ্ডের ঘটনায় সরকার উদ্বিগ্ন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, মেইল হ্যাকিং ও এই আগুনের ঘটনায় সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক। আমার মনেও প্রশ্ন জেগেছে, এসব ঘটনার গভীরে কী আছে? তাই আশা করি, সরকার উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে প্রকৃত দোষীদের শাস্তি আওতায় আনবে।’ শুক্রবার নিজ বাসভবনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের মতো একটি ব্যাংকে অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই কেন? সেটিও একটি প্রশ্ন।  এই  ব্যবস্থা না থাকাটা ব্যাংকের বড় দুর্বলতা। একটি সায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকবে না কেন?’

এক প্রশ্নের জবাবে এমএ মান্নান বলেন, ‘মেইল হ্যাকিং, রিজার্ভ ও আগুনের ঘটনা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের অদক্ষতা, অসাবধানতাকে প্রমাণিত করে। এ ঘটনা কাকতালীয়, তা মানতে পারি না। এ কারণে সরকারের উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি হবে। যে কমিটি এ ঘটনার গভীরে গিয়ে তথ্য উদ্ঘাটন করবে। বাংলাদেশ ব্যাংকের যে অভ্যন্তরীণ কমিটি ও ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠিত হয়েছে, সে কমিটিগুলো আলাদা কাজ করবে। আমি আশা করি, সরকারও একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করবে, সে কমিটি এই ঘটনার গভীরে প্রবেশ করে প্রকৃত তথ্য উদঘাটন করবে।’  

রিজার্ভ চুরির ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি। আগুনের ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশিত হবে কি না, সাংবিদকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,  ‘রিজার্ভ চুরির ঘটনা আর আগুন লাগার ঘটনা এক নয়। আশা করি, এ ঘটনায় সরকার উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করলে, প্রতিবেদন যথাসময়েই প্রকাশিত হবে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে রাত ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আগুন পুরোপুরি নেভানো হয় রাত ১০টা ৩৪ মিনিটে।

এ ঘটনা তদন্তে দু’টি কমিটি গঠন করা হয়। একটি তিন সদস্যের অন্যটি পাঁচ সদস্য বিশিষ্ট। নির্বাহী পরিচালক আহমেদ জামালের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটিকে ২৮ মার্চের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এছাড়া ফায়ার সার্ভিসের উপ-পরিচালকের (ঢাকা) নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

 

/জিএম/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
এনার্জি মাস্টার প্ল্যান সংশোধনের দাবিব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান