X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘২০২১ সালের মধ্যে ৫০ বিলিয়ন ডলারের পোশাক রফতানির লক্ষ্য সরকারের’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০১৭, ২০:০৯আপডেট : ২৯ মার্চ ২০১৭, ২০:০৯

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

২০২১ সালের মধ্যে বাংলাদেশ থেকে ৫০ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রফতানির লক্ষ্যমাত্রা নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, ‘সরকারের নীতি সহায়তা ও উদ্যোক্তাদের দৃঢ় মনোবলের কারণে তৈরি পোশাক শিল্পে রফতানি প্রবৃদ্ধির ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। ২০২১ সালে ৫০ বিলিয়ন ডলারের পোশাক রফতানির লক্ষ্যও পূরণ হবে।’

বুধবার (২৯ মার্চ) আবুধাবির প্যারিস সরবুন বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে ‘ফোকাস অন দ্য টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস’ শিরোনামের এক প্যানেল আলোচনায় শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

বাংলাদেশের পোশাক শিল্পে ৪৪ লাখের বেশি মানুষ সরাসরি কাজ করছেন উল্লেখ করে শিল্পমন্ত্রী আলোচনায় বলেন, ‘এই বিপুলসংখ্যক মানুষের মধ্যে ৭৫ শতাংশই নারী। এছাড়া, খাতটির ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড লিংকেজ শিল্প কারখানায় প্রায় ৫০ লাখ লোক জড়িয়ে রয়েছেন।’

গত পাঁচ বছরে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প খাতের অগ্রসরতার চিত্র তুলে ধরে শিল্পমন্ত্রী বলেন, ‘গত পাঁচ বছরে এ খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ২২৩ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি শ্রম আইন ও বিধিমালা তৈরি, সব কারখানায় কর্মচারী কল্যাণ ফান্ড ও নিরাপত্তা কমিটি গঠন, কল-কারখানা পরিদর্শন দফতরের দক্ষতা বৃদ্ধি, ২৩৫ জন পরিদর্শক নিয়োগ এবং গুদাম পরিদর্শনের জন্য ২১৮টি নতুন পদ তৈরি করা হয়েছে। তাই যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের সাম্প্রতিক প্রতিবেদনে বিশ্বের ১০টি পরিবেশবান্ধব তৈরি পোশাকশিল্প কারখানার মধ্যে বাংলাদেশের ৭টি প্রতিষ্ঠান স্থান পেয়েছে।’

আমির হোসেন আমু বলেন, ‘বর্তমানে তৈরি পোশাকশিল্পে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় এবং দক্ষিণ এশিয়ায় শীর্ষস্থানে রয়েছে।’ ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশ থেকে রফতানি হওয়া ৩৪ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য ও সেবার সিংহভাগই তৈরি পোশাকশিল্পের বলেও জানান শিল্পমন্ত্রী।

দ্য ইকোনমিস্ট পত্রিকার ইনোভেশন এডিটর পল মারকিলির সঞ্চালনায় ওই প্যানেল আলোচনায় আরও অংশ নেন উইকো-টেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা জর্জ ডায়নার্স, ভিয়েতনাম ন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা লি টিয়েন তোরাং, ইন্দোনেশিয়ার উদ্যোক্তা প্রতিষ্ঠান শ্রী রাজেকি ইসমানের প্রেসিডেন্ট আইওয়ান সেতিওয়ান লোকমিন্টো।

শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবদুল জলিলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

/এসআই/এমএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া