X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

উৎসে কর আদায় বন্ধের দাবি বিজিএমইএ’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০১৭, ২১:৫৮আপডেট : ০৬ এপ্রিল ২০১৭, ২২:০৭

প্রাক বাজেট আলোচনা তৈরি পোশাক রফতানির বিপরীতে উৎসে কর আদায় বন্ধের দাবি জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান। একইসঙ্গে তিনি পোশাক খাতের এই ক্রান্তিকালে কর ও শুল্ক-সংক্রান্ত নীতিমালা প্রতি বছর না করে কমপক্ষে পাঁচ বছরের জন্য করার অনুরোধ জানিয়েছেন।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ড সম্মেলন কক্ষে ২০১৭-১৮ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় বিজিএমইএ সভাপতি বলেন, ‘গার্মেন্টস খাতের চরম বাস্তবতায় উৎসে কর বন্ধ করে দেওয়া উচিত। তা না হলেও অন্তত দুই বছরের জন্য এটি বন্ধ করা উচিত।’ অবশ্য এনবিআরকে দেওয়া লিখিত প্রস্তাবে বিজিএমইএ’র পক্ষ থেকে উৎসে কর শূন্য দশমিক ৭০ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৫০ শতাংশ করা এবং তা আগামী পাঁচ বছর কার্যকর রাখা ও করদায় চূড়ান্ত নিষ্পত্তির কথা বলা হয়েছে।
আগামী বাজেটে সংগঠনটি প্রাতিষ্ঠানিক বা করপোরেট কর ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার দাবি জানিয়েছে। এছাড়া উৎসে কর কর্তনকে সর্বনিম্ন কর বিবেচনা না করে আগের মতো চূড়ান্ত কর দায় হিসেবে গণ্য করা, গ্যাস-বিদ্যুৎ-পানির বিলে মূসক অব্যাহতি, এলইডি (লাইট এমিটিং ডায়োড) বাতি আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়া, ফায়ার ফাইটিং পাম্প ও স্প্রিং কলারসহ অগ্নিনিরাপত্তার সব যন্ত্রপাতি শুল্কমুক্ত সুবিধায় আমদানির করার প্রস্তাব দিয়েছে সংগঠনটি।
লিখিত প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, ইউরোপের বাজারসহ অন্যান্য অঞ্চলের ক্রেতারা পণ্যের মূল্য ক্রমাগতভাবে কমাচ্ছে। এছাড়া ডলারের বিপরীতে টাকার মূল্যমান বেড়েছে ৭ দশমিক ৮৪ শতাংশ। পরিবহন ব্যয় বৃদ্ধিসহ অন্যান্য খরচ বৃদ্ধি এবং শ্রমিকদের গত পাঁচ বছরে দুই দফায় ২১৯ শতাংশ মজুরি বৃদ্ধির ফলে ব্যবসা পরিচালনা ব্যয় ১৭ দশমিক ১১ শতাংশ বেড়েছে।
প্রাক-বাজেট আলোচনায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান। সভায় নিট পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিকেএমইএ), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ছাড়াও বিভিন্ন পণ্য রফতানিকারক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
আগামী বাজেট গার্মেন্ট খাতের প্রস্তাবনা তুলে ধরতে গিয়ে সিদ্দিকুর রহমান বলেন, ‘বিশ্ববাজারে গত বছর পোশাকের চাহিদা কমেছে সাড়ে ৭ শতাংশ। এরই মধ্যে প্রতিযোগী দেশ ভারত সরকার গত বছর পোশাক রফতানিতে নিজেদের অবস্থান শক্ত করতে নিজেদের ব্যবসায়ীদের প্রণোদনা দেওয়া শুরু করেছে। এমন অবস্থায় আমাদের অবকাঠামো সমস্যা আছে। সারাদিন গ্যাস থাকে না। তারপরও আমরা ডিজেল দিয়ে উৎপাদন অব্যাহত রাখছি।’
পোশাক ব্যবসায়ী সংগঠনের এই নেতা বলেন, ‘পোশাক রফতানিতে ১০ বছরে গড়ে ১৩ শতাংশ প্রবৃদ্ধি ছিল। কিন্তু এখন সেটি ৩ শতাংশে এসে থেমে গেছে। রানা প্লাজা ধসের পর ১২শ কারখানা বন্ধ হয়ে গেছে। বর্তমানে পোশাক খাত একটি ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। আগামী দুই বছর টিকে থাকতে পারলে আমরা ঘুরে দাঁড়াতে পারব।’ এই দুই বছরের জন্য পোশাক ব্যবসায়ীরা নীতিসহায়তা চাইছেন বলে জানান সিদ্দিকুর রহমান।
/জিএম/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী
ইউরোপা লিগ থেকে বিদায়ের ভালো দিক দেখছেন লিভারপুল কোচ
ইউরোপা লিগ থেকে বিদায়ের ভালো দিক দেখছেন লিভারপুল কোচ
রাশিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত
রাশিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত
মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষীদের নিতে জাহাজ আসবে এ সপ্তাহেই
মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষীদের নিতে জাহাজ আসবে এ সপ্তাহেই
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন