X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২০ এপ্রিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০১৭, ২১:১৫আপডেট : ১০ এপ্রিল ২০১৭, ২১:১৫

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিমান ও ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) কর্মকর্তারা ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু হচ্ছে আগামী ২০ এপ্রিল। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনের এই আয়োজন উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। মেলার টাইটেল স্পন্সর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সোমবার (১০ এপ্রিল) বিমানের প্রধান কার্যালয় বলাকায় বিমান ও টোয়াবের মধ্যে ‘বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার ২০১৭’ স্পন্সরশিপের সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। বিমানের পরিচালক (বিপণন ও বিক্রয়) মো. আলী আহসান বাবু ও টোয়াব সভাপতি তৌফিক উদ্দিন আহমেদ স্ব স্ব সংস্থার পক্ষে স্বাক্ষর করেন।
টোয়াব সভাপতি তৌফিক উদ্দিন জানান, এ মেলায় বিভিন্ন দেশের জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইন্স, ট্যুর অপারেটরস, হোটেল ও রিসোর্ট, আর্থিক প্রতিষ্ঠান এবং ট্রাভেল ও ট্যুর সংশ্লিষ্ট সব সংস্থা ১৫০টি স্টল এবং ৮টি প্যাভিলিয়নে তাদের পণ্য ও সেবা তুলে ধরবেন।
জানা গেছে, তিন দিনের এ মেলা চলাকালে দর্শনার্থীদের জন্য বিভিন্ন ট্যুর প্যাকেজ এবং হ্রাসকৃত মূল্যে টিকেট কেনার সুযোগ দেবে অংশগ্রহণকারী সব সংস্থা। এই আয়োজনে উপস্থিত থাকবেন ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার পর্যটনমন্ত্রী এবং নেপাল ও থাইল্যান্ডের ট্যুরিজম প্রতিনিধিরা।

বিমানের পরিচালক (বিপণন ও বিক্রয়) মো. আলী আহসান বাবু বলেন, ‘বিমান তার যাত্রীদের জন্য গ্রাউন্ড ও ফ্লাইটে সেবাদানে নতুন মাত্রা যোগ করেছে। এছাড়া যাত্রীদের খাবারের বিশেষ চাহিদার দিকে লক্ষ্য রেখে ডায়াবেটিক ও কিডস মিল চালু করেছে বিমানের আন্তর্জাতিক মানের ফ্লাইট ক্যাটারিং সেন্টার।’

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান, বিমান অতিসম্প্রতি নিজস্ব ট্রাভেল উইং ‘বিমান হলিডেজ’ চালু করেছে। যাত্রীরা এখন এই প্যাকেজের আওতায় বিমানের রুটের বাইরে বিশ্বের ৯৬টি গন্তব্যে ভ্রমণ সুবিধা পাবেন।

/সিএ/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগঅ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়