X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ৩৭, সিএসইতে কমেছে ৬৬ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০১৭, ১৫:২৮আপডেট : ১২ এপ্রিল ২০১৭, ১৫:৩১

ডিএসই ও সিএসই সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। তবে এদিন ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে।

এদিন ডিএসইর প্রধান সূচক ৩৭ দশমিক ০৮ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ৬৬ দশমিক ৬০ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৭৬২ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮২৭ কোটি ৪০ লাখ।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৭১৪ কোটি ৮৪ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৭৮২ কোটি ৬২ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৬৭ কোটি ৭৮ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৭ দশমিক ০৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৪৬ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৮৫ পয়েন্ট কমে  ১ হাজার ২৯৮ পয়েন্টে এবং ১৪ দশমিক ০৯ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ৯৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২০টির, কমেছে ১৭০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৭টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ব্র্যাক ব্যাংক, বেক্সফার্মা, বেক্সিমকো লিমিটেড, সিটি ব্যাংক, ডোরিন পাওয়ার, এসিআই, এবি ব্যাংক, ড্যাফোডিল কম্পিউটার, ডেল্টা স্পিনিং এবং অ্যাপোলো ইস্পাত।
বুধবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৪৭ কোটি ২৫ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৪ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ২ কোটি ৪৭ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৬৬ দশমিক ৬০ পয়েন্ট কমে ১০ হাজার ৬০৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১০৫ দশমিক ৬০ পয়েন্ট কমে ১৭ হাজার ৪৯৪ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১০ দশমিক ৬৬ পয়েন্ট কমে ১ হাজার ২৯৫ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১২৬ দশমিক ৯৬ পয়েন্ট কমে ১৫ হাজার ৫৮২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৭টির, কমেছে ১১৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৫টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ফারকেমিক্যাল, জেনারেশন নেক্সট, তুংহাই নিটিং, বেক্সিমকো লিমিটেড, এনভয় টেক্সটাইল, রিজেন্ট টেক্সটাইল, এইচএফএল, সিটি ব্যাংক, সিএনএ টেক্সটাইল এবং আরগন ডেনিমস।
/এসএনএইচ/

সম্পর্কিত
এনআরবিসি ব্যাংকের ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট