X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

হালখাতা সংস্কৃতি এবার ব্যাংকেও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৭, ২২:৪৫আপডেট : ১৭ এপ্রিল ২০১৭, ২২:৪৫

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের রানীর বন্দর শাখার ঋণগ্রহীতার কাছ থেকে নেওয়া হচ্ছে ঋণের টাকা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পর এবার ব্যাংকিং খাতও আয়োজন করেছে বাংলা সংস্কৃতির হালখাতা। শ্রেণিকৃত ও সম্ভাব্য শ্রেণিকৃত ঋণগ্রহীতাদের ঋণের টাকা পরিশোধে উদ্বুদ্ধ করতে সোমবার (১৭ এপ্রিল) রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) দিনাজপুর উত্তর জোনের আওতাধীন রানীর বন্দর শাখার মাধ্যমে ব্যাংকের হালখাতা-১৪২৪ ও বৈশাখী মেলার উদ্বোধন করা হয়।

রাকাবপরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সচিব মুহাম্মদ নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে হালখাতা-১৪২৪ ও বৈশাখী মেলার উদ্বোধন করেন। এ সময় ছিলেন রংপুর বিভাগের মহাব্যবস্থাপক মাহমুদুন্নবী, দিনাজপুর উত্তর জোনের জোনাল ব্যবস্থাপক মো. বদিউজ্জামান প্রধান, শাখা ব্যবস্থাপক মো. মোজাহার হোসেন, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ঋণগ্রহীতাগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে ব্যাংকের শ্রেণিকৃত ও সম্ভাব্য শ্রেণিকৃত ঋণগ্রহীতাদের ঋণের টাকা পরিশোধ করে প্রয়োজনে পুনরায় ঋণগ্রহণ এবং লাভজনক বিনিয়োগের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন মুহাম্মদ নজরুল ইসলাম। ব্যাংকের তহবিল ব্যবস্থাকে শক্তিশালী করতে বিভিন্ন আকর্ষণীয় ও লাভজনক সঞ্চয় স্কিমগুলোকে কাজে লাগিয়ে আমানত সংগ্রহ কার্যক্রমকে ফলপ্রসূ করার জন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান তিনি।

এদিন রংপুর বিভাগের সৈয়দপুর, বীরগঞ্জ, নারগুন, ঠাকুরগাঁও, আউলিয়াপুর, বোদা, ধাক্কামারা, পঞ্চগড়, ভজনপুর এবং তেঁতুলিয়া শাখার শুভ হালখাতা ও মেলায় প্রায় দুই হাজার ঋণগ্রহীতার কাছ থেকে তিন কোটি টাকা শ্রেণিকৃত ও সম্ভাব্য শ্রেণিকৃত ঋণ আদায় হয়।

প্রসঙ্গত, মঙ্গলবারও (১৮ এপ্রিল) একযোগে ব্যাংকের সব শাখায় হালখাতা ও বৈশাখী মেলা কার্যক্রম চলবে। এর আগে করদাতাদের বকেয়া কর পরিশোধে উদ্বুদ্ধ করতে গত ১৩ এপ্রিল প্রথমবারের মতো হালখাতা উৎসবের আয়োজন করে এনবিআর।

/জিএম/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
লিভারপুলের নতুন কোচ স্লট!
লিভারপুলের নতুন কোচ স্লট!
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!