X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

নতুন ভ্যাট আইন ব্যবসা ও শিল্পবান্ধব: এনবিআর চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৭, ১৮:৩৮আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ১৮:৪৫

মো. নজিবুর রহমান চলতি বছরের জুলাই থেকে চালু হচ্ছে নতুন ভ্যাট আইন। এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও আইনটি নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই বলে উল্লেখ করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান। মঙ্গলবার (২৫ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ভ্যাট অনলাইন প্রকল্প কার্যালয়ে নতুন মূল্য সংযোজন ও সম্পূরক শুল্ক আইন ২০১২ বাস্তবায়ন বিষয়ক এক আলোচনা সভায় তিনি বলেন, ‘এনবিআরের ভ্যাট থেকে শুরু করে সব আইন ব্যবসা, বিনিয়োগ ও শিল্পবান্ধব। এর আওতায় রাজস্ব আহরণের পাশাপাশি সম্প্রসারিত হবে ব্যবসা, বাণিজ্য, শিল্প, বিনিয়োগের ক্ষেত্র।’
সৎ ব্যবসায়ীদের জন্য প্রণোদনা, সুযোগ বৃদ্ধি করা হবে, ব্যবসায়ীদের এমন আশ্বাস দিয়ে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, ‘সৎ ব্যবসায়ীরা এনবিআরের সহযোগিতায় এগিয়ে আসছেন। এজন্য দেশীয় শিল্প সুরক্ষা, রফতানিমুখী খাতকে প্রণোদনা দেওয়াসহ কর্মসংস্থান সৃষ্টির জন্য আমরা কাজ করছি।’
নতুন ভ্যাট আইন প্রসঙ্গে সভায় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘গত অর্থবছরে ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে। আগামী অর্থবছরে ৪ লাখ ২২ হাজার কোটি টাকার বাজেট দেওয়া হবে। রাজস্ব ছাড়া এত টাকা কীভাবে আসবে? অর্থনৈতিক শৃঙ্খলা এনে করের বোঝা না বাড়িয়ে উন্নয়নের জন্য অভ্যন্তরীণ সম্পদ আহরণের জন্য সরকার এ আইন করেছে।’

তবে নতুন ভ্যাট আইনে করের হার ১৫ শতাংশ থেকে কমানোর অনুরোধ জানিয়েছে ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই। সেবা খাতে এনবিআর ৩২-৩৩টির ওপর ভ্যাট রেখেছে জানিয়ে এই খাতে ভ্যাটের হার ১৫ শতাংশ থেকে কমিয়ে আনতে এনবিআরকে সুপারিশ করেন এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ। তিনি বলেন, ‘সেবা খাতে ১৫ শতাংশ ভ্যাট নিলে অসন্তোষ তৈরি হতে পারে। তাই সেবা খাতে ভ্যাট কমাতে আলাদাভাবে চিন্তা করা দরকার।’

এনবিআর চেয়ারম্যানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রেখেছেন এনবিআর সদস্য ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন ও রেজাউল হাসান।

/জিএম/জেএইচ/

করের হার ১৫ শতাংশ থেকে কমিয়ে আনার সুপারিশ ব্যবসায়ীদের
অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধির জন্যই নতুন ভ্যাট আইন: আইনমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি