X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আয়কর আইন আরও আধুনিক করা হবে: নজিবুর রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৭, ২১:১৯আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ২১:১৯

নতুন আয়কর আইনকে আরও আধুনিক ও যুগপোযোগী করা হবে, বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় রাজস্ব বোর্ডের কনফারেন্স হলে আয়োজিত ‘আয়কর আইন- ২০১৭’ এর খসড়া প্রণয়নের পরামর্শ সভায় তিনি এ কথা বলেন।

পরামর্শ সভায় নাজিবুর রহমানসহ অন্যরা জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য পারভেজ ইকবালের সভাপতিত্বে পরামর্শ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস্ অব বাংলাদেশের (আইসিএবি) হুমায়ুন কবির। এছাড়াও বাংলাদেশ ট্যাক্স ল, ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল হুদাসহ কর অঞ্চল-৮ এর করতাদারা এতে অংশ নেন।

নজিবুর রহমান বলেন, ‘নতুন আয়কর আইন বাস্তবায়নে আধুনিক তথ্য প্রযুক্তির সব পদ্ধতি অনুসরণ করা হবে। ভ্যাট আইন চূড়ান্ত হয়েছে, ১ জুলাই থেকে এটি বাস্তবায়ন হবে। শুল্ক আইনও প্রস্তুত করা হচ্ছে। আয়কর আইনও নবায়ন করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এসব আইন বাস্তবায়নে আধুনিক প্রযুক্তির ডিজিটাল সব পদ্ধতির ব্যবহার করা হবে। এছাড়া যারা আয়কর দেন তাদের সেবার মান বৃদ্ধি করা হবে। এনবিআর কর্মকর্তারা সে বিষয়ে সোচ্চার থাকবেন।’

সভায় নতুন আয়কর আইন-২০১৭ বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষাতেও করার জন্য পরামর্শ দেন দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস্ অব বাংলাদেশ (আইসিএবি) এর মো. হুমায়ুন কবির। তিনি বলেন, ‘বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে এই আইন যাতে ভূমিকা রাখতে পারে সে ব্যাপারে উদ্যোগ নিতে হবে।’

ল ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল হুদা বলেন, ‘এমন আইন করতে হবে যেন, করদাতাদের হয়রানি বন্ধে যথাযথ ভূমিকা রাখতে পারে। করদাতারা সার্বজনীন স্ব নির্ধারণী পদ্ধতিতে স্বেচ্ছায় বর্ধিত হারে আয়কর দিচ্ছিলেন। কিন্তু অডিট ধারার কারণে নানা রকমে হয়রানির কারণে করদাতারা উৎসাহ হারাচ্ছেন।’

/জিএম/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছক্কায় মুশফিকের ‘আউট’ নিয়ে যা বললেন রনি
ছক্কায় মুশফিকের ‘আউট’ নিয়ে যা বললেন রনি
ফাইনালে ১১ মিনিট লড়াই, জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
ফাইনালে ১১ মিনিট লড়াই, জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়: জিএম কাদের
বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়: জিএম কাদের
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা