X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘তথ্য প্রদানে ব্যাংকগুলো সবসময় লুকোচুরি করে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৭, ২১:৫১আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ২১:৫৪

ড. সালেহউদ্দিন আহমেদ তথ্য প্রদানের ক্ষেত্রে ব্যাংকগুলো সবসময় লুকোচুরি করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘ব্যাংকগুলো সঠিকভাবে তথ্য দিলে ইনকাম ট্যাক্সের লোকজন তাদের ধরে ফেলবে।’
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে ‘ব্যাংকিং অ্যালমানাক’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি উল্লেখ করেন, ‘ব্যাংকিং অ্যালমানাক’ বাংলাদেশকে ‘ব্র্যান্ডিং’ করছে। এক মলাটে দেশের সরকারি-বেসরকারি ৫৬টি ব্যাংকের তথ্য পাবেন বইটিতে, যা কাজে আসবে।’
অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেন, ‘ব্যাংকিং অ্যালমানাক শুধু ব্যাংকিং খাত নয়, দেশের গোটা অর্থনীতির একটি স্ন্যাপশট, এ ধরনের কাজের আরও প্রয়োজন আছে।’
বাংলাদেশ ব্যাংকের আর্থিক সহযোগিতায় ও সাপ্তাহিক শিক্ষাবিচিত্রার গবেষণা সেলের উদ্যোগে এই বইটি প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, ‘ব্যাংকগুলোর জবাবদিহিতা বাড়াতে হবে। এজন্য তথ্য খুবই গুরুত্বপূর্ণ।’ প্রকাশিত বইটি সম্পর্কে তিনি বলেন, ‘ব্যাংকিং সেক্টরের তথ্যভাণ্ডার নিয়ে এ ধরনের উপস্থাপনার প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেন, ‘এখন থেকে এক মলাটে ব্যাংকিং খাতের সকল তথ্য পাওয়া যাবে।’ ব্যাংকিং সেক্টর নিয়ে প্রকাশিত এই বইটি সম্পর্কে তিনি বলেন, ‘এ ধরনের সৃজনশীল কাজে আমরা সহযোগিতা করে থাকি। গ্রাহকদের জন্য এই বইটি খুবই গুরুত্বপূর্ণ।’

অনুষ্ঠানে বিআইবিএমের সুপারনিউমারি অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ইনস্টিটিউটের অধ্যাপক ড. জাওয়াদুর রহিম, ব্যাংকিং অ্যালমানাকের নির্বাহী সম্পাদক সৈয়দ জিয়াউদ্দিন আহমেদ, প্রকল্প পরিচালক আবদার রহমান ছাড়াও বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/জিএম/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা