X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ডলার কারসাজিতে প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা: গভর্নর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০১৭, ২২:০৬আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ২২:০৬

গভর্নর ফজলে কবির ডলারের দাম বৃদ্ধির পেছনে কোনও ব্যাংকের কারসাজির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এই ঘোষণা দেন।
সভায় আন্তঃব্যাংক ডলারের গড় মূল্যের সঙ্গে আমদানিতে ২ টাকার বেশি না নিতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ব্যাংকগুলোকে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি বা সিএসআর প্রদানের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি হাওরবাসীর জন্য গত ২৩ এপ্রিল জারি করা সার্কুলারের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করতে বলা হয়।
গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান, এস কে সুর চৌধুরী, এসএম মনিরুজ্জামান, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান আনিস এ খান ও সব ব্যাংকের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে টাকার বিপরীতে বাড়ছে ডলারের দাম। তবে কয়েক দিনে হঠাৎ করে প্রতি ডলারে ৩ থেকে ৪ টাকা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়ে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, আগের বছরের তুলনায় এবার এপ্রিলে ডলারের দাম প্রায় ২ শতাংশ বেশি।

এ প্রসঙ্গে আল আরাফা ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ব্যাংকার্স সভায় ডলারের দাম বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর বাইরে হাওর অঞ্চলে ঋণ বিতরণ ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাংকগুলোর ভূমিকা নিয়েও আলোচনা হয়।’

সভা শেষে ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘বৈঠকে ডলারের দাম কমানো ও হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের সিএসআর প্রদানের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কয়েকটি ব্যাংকের অস্বাভাবিক হারে ঋণ বিতরণ বেড়ে গেছে। ঋণের মান যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া খেলাপির ঋণ কমাতে বলা হয়েছে। ঋণ আদায় না করে শুধু পুনঃতফসিল করা যাবে না।’

এবিবির চেয়ারম্যান আনিস এ খান বলেন, ‘ডলারের দাম কমাতে বলা হয়েছে। বিশেষ করে আন্তঃব্যাংক ডলারের গড় দরের সঙ্গে আমদানিতে ২ টাকার বেশি নিতে বারণ করা হয়েছে। ডলারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী রবিবার আরও একটি বৈঠক আহ্বান করা হয়েছে। এছাড়া সিআইবিসহ সার্বিকভাবে ব্যাংকিংয়ের রীতিনীতি মেনে চলার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।’

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তঃব্যাংক মুদ্রাবাজারে গত বুধবার প্রতি ডলার ৮০ টাকা ৩ পয়সা দরে বিক্রি হয়েছে। চলতি মাসের শুরুর দিকেও দাম ছিল ৭৯ টাকা ৬৮ পয়সা। আর আগের মাসের একই দিন আন্তঃব্যাংকে প্রতি ডলার বিক্রি হয় ৭৯ টাকা ৩০ পয়সায়।

/জিএম/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া