X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

প্রথম প্রান্তিকে ফেসবুকের মুনাফা ৩ বিলিয়ন ডলার

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ মে ২০১৭, ১১:৫৪আপডেট : ০৪ মে ২০১৭, ১২:১৫

ফেসবুক চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ-২০১৭) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মুনাফা হয়েছে তিন বিলিয়ন মার্কিন ডলার। যা গত বছরের তুলনায় ৭৬ শতাংশ বেশি। আর এ আয়ের সিংহ ভাগ এসেছে বিজ্ঞাপন থেকে। তবে বছরের বাকি সময়ে বিজ্ঞাপণ থেকে আয় কমার ইঙ্গিত দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে ফেসবুক ব্যবহারকরীর সংখ্যা দুই বিলিয়নের কাছাকাছি। প্রতি মাসে ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। বর্তমানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা এক দশমিক ৯৪ বিয়িলন। যার মধ্যে এক দশমিক ৩ বিলিয়ন মানুষ প্রতিদিন ফেসবুক ব্যবহার করে।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি ফেসবুকে মানহানিকর বক্তব্য, শিশু নির্যাতনের ছবি এবং ব্যবহারকারীরা নিজের জন্য ক্ষতিকর পোস্ট দেওয়ায় চাপে আছে ফেসবুক কর্তৃপক্ষ।

অবশ্য গত বুধবার ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ মানহানিকর পোস্ট দেখভাল করতে তিন হাজার লোক নিয়োগের ঘোষণা দিয়েছেন।

ফেসবুক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যার এক চতুর্থাংশ মানুষ প্রতিমাসে ফোসবুক ব্যবহার করে। তবে নতুন ফেসবুক ব্যবহারকারীদের অধিকাংশই ইউরোপ এবং উত্তর আমেরিকার বাইরের মানুষ।

কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের প্রথম তিন মাসে কোম্পানির মুনাফার বড় অংশ এসেছে বিজ্ঞাপন থেকে। যা ফেসবুকের মোট আয়ের ৫১ শতাংশ।

ফেসবুকের প্রধান অর্থ কর্মকর্তা ডেভিড ওয়েনার জানিয়েছেন, চলতি বছরের বাকি সময়ে বিজ্ঞাপন থেকে ফেসবুকের মুনাফা কমতে পারে।

সিসিএস ইনসাইটের বিশ্লেষক মার্টিন গ্রেনার জানিয়েছেন, এটা এখন স্পষ্ট যে গত বছর ফেসবুক বিজ্ঞাপন থেকে সর্বোচ্চ মুনাফা অর্জন করেছে। কারণ ওই বছরই ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি বেড়েছে।

তিনি আরও বলেন, ফেসবুক কর্তৃপক্ষকে এখন শেয়াহোল্ডারদের দেখাতে তারা অন্যান্য সেবা বা পণ্য থেকে যেমন ভিডিও, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জার এবং ভার্চুয়াল রিয়ালিটি থেকে তারা মুনাফা করতে পারবে।
সূত্র: বিবিসি

/এসএনএইচ/

সম্পর্কিত
বাংলাদেশসহ কয়েকটি দেশে পেঁয়াজ রফতানি করবে ভারত
মিউনিখ সম্মেলনে সবার দৃষ্টি শেখ হাসিনার দিকে: পররাষ্ট্রমন্ত্রী
বিশ্ববাজারে তিন বছরে খাদ্যপণ্যের সর্বনিম্ন দাম, বাংলাদেশে কী অবস্থা?
সর্বশেষ খবর
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়