X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ৬, সিএসইতে কমেছে ১০ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০১৭, ১৫:৩৯আপডেট : ১৭ মে ২০১৭, ১৫:৩৯

ডিএসই ও সিএসই সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচকে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে। তবে এদিন উভয় স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমলেও অন্যান্য সূচক সামান্য বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম।

এদিন ডিএসইর প্রধান সূচক ৬ দশমিক ০১ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ১০ দশমিক ২২ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৭২৭ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৯৬ কোটি ৪২ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৬৮৪ কোটি ৪ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৫৬৩ কোটি ১৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১২০ কোটি ৯১ লাখ টাকা।
দিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ০১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪২৯ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ২১ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৫৮ পয়েন্টে এবং ৪ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২০টির, কমেছে ১৫৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫২টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইফাদ অটোমোবাইল, বাংলাদেশ শিপিং করপোরেশন, ডোরিন পাওয়ার, লংকা-বাংলা ফাইন্যান্স, বিডি কম, এনভয় টেক্সটাইল, মবিল যমুনা, ইউনাইটেড পাওয়ার এবং ন্যাশনাল ফিড মিল।
বুধবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৪২ কোটি ৯৯ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩৩ কোটি ২৯ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ৯ কোটি ৭০ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১০ দশমিক ২২ পয়েন্ট কমে ১০ হাজার ১৯১ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৬ দশমিক ৮৮ পয়েন্ট কমে ১৬ হাজার ৮১০ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ০ দশমিক ৮৩ পয়েন্ট কমে ১ হাজার ২৩৫ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২৪ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৯৬৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৮টির, কমেছে ১৩১টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৭টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বাংলাদেশ শিপিং করপোরেশন, ইফাদ অটোমোবাইল, সিটি ব্যাংক, মবিল যমুনা, প্রিমিয়ার লিজিং, তুংহাই নিটিং, লংকা-বাংলা ফাইন্যান্স, ডোরিন পাওয়ার, ন্যাশনাল ফিডমিল এবং কনফিডেন্স সিমেন্ট।
/এসএনএইচ/

সম্পর্কিত
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
সর্বশেষ খবর
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
বাংলাদেশের উন্নয়ন-সহযোগী হিসেবে দ্রুত জায়গা করে নিচ্ছে ফ্রান্স
বাংলাদেশের উন্নয়ন-সহযোগী হিসেবে দ্রুত জায়গা করে নিচ্ছে ফ্রান্স
পুরান ঢাকার কেমিক্যাল কারখানা সরাতে ব্যবস্থা গ্রহণের সুপারিশ
পুরান ঢাকার কেমিক্যাল কারখানা সরাতে ব্যবস্থা গ্রহণের সুপারিশ
ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা