X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জুয়েলারি দোকান বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০১৭, ২২:১৬আপডেট : ১৯ মে ২০১৭, ০১:৪৭

জুয়েলারি অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়ে জুয়েলারি দোকান বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এর আগে বৃহস্পতিবার (১৮ মে)  সন্ধ্যায় আপন জুয়েলার্সের শো-রুমে অভিযানের নামে শুল্ক গোয়েন্দারা হয়রানি করছেন, এমন অভিযোগ তুলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয় সংগঠনটি। বাংলাদেশ জুয়েলার্স সমিতির সভাপতি গঙ্গাচরণ মালাকার বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমাদের ভুল বোঝানো হয়েছিল। ধর্মঘট প্রত্যাহার করেছি। আপন জুয়েলার্সের মতো আমিন জুয়েলার্সেও গোয়েন্দরা তল্লাশি চালানো হচ্ছে এমনটা জেনে ধর্মঘট আহ্বান করা হয়েছিল। আমাদের এই ধর্মঘট দেওয়া ঠিক ছিল না। তাই প্রত্যাহার করেছি।’

গঙ্গাচরণ মালাকার আরও বলেন, ‘আমরা ধর্ষণের শাস্তি চাই, তাই বলে আমরা কোনও জুয়েলারির বিপক্ষে নই।’  

সম্প্রতি শুল্ক গোয়েন্দা অধিদফতর আপন জুয়েলার্সের বিভিন্ন শোরুমে অভিযান চালিয়ে সোনা ও হীরা উদ্ধার করে শুল্ক গোয়েন্দারা। বন্ধ করে দেয় রাজধানীর পাঁচটি শো-রুম। এই ঘটনার পর আপন জুয়েলার্সের বিভিন্ন প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলে প্রতিবাদ জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি। গত ১৫ মে বায়তুল মোকাররমে কেন্দ্রীয় কার্যালয়ে সমিতির এক জরুরি সভা করে সংগঠনটি।

ওইদিন গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সংগঠনটি বিনা নোটিশে আপন জুয়েলার্সের ৫টি শোরুম বন্ধ করে দেওয়ার নিন্দা ও প্রতিবাদ জানায়। সমিতির সভাপতি গঙ্গা চরণ মালাকার ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে অবিলম্বে হয়রানিমূলক এ অভিযান বন্ধ করে আপন জুয়েলার্সের ৫টি বন্ধ শো-রুম অবিলম্বে খুলে দেওয়ার দাবি জানানো হয়।

এই ঘটনার জের ধরেই আজ সন্ধায় জরুরি বৈঠক ডেকে বাংলাদেশ জুয়েলার্স সমিতি অনির্দিষ্টকালের জন্য সোনার দোকান বন্ধে ধর্মঘট ডাকে। তবে পরে রাতে তা আবার প্রত্যাহার করে নেওয়া হয়।

এদিকে, রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নেতাদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে ঘোষিত ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা অধিদফতর।
এনবিআর চেয়ারম্যানের নির্দেশে এফবিসিসিআই এর সভাপতির অনুরোধে শুল্ক গোয়েন্দার সদর দফতরে বাজুস নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।
শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান এর সভাপতিত্বে এই সভা হয়। বাজুসের পক্ষে সিনিয়র সভাপতি এমএ হান্নান আজাদ আট সদস্য দলের নেতৃত্ব দেন।
রাত সাড়ে আট থেকে ১০ পর্যন্ত এই আলোচনার পর আপন জুয়েলার্সের ৫টি দোকানে গত ১৪-১৫ মে শুল্ক গোয়েন্দার অভিযানে সাড়ে ১৩ মন মণ সোনা ও ৪২৭ গ্রাম হীরা আটকের পর অন্যদের আতঙ্কিত না হওয়ার জন্য বৈঠকে আশ্বস্ত করা হয়। সুনির্দিষ্ট অভিযোগ ও অনুসন্ধানের ভিত্তিতে এবং প্রমাণের আলোকে আপন জুয়েলার্সে ওই অভিযান পরিচালিত হয় বলে জানানো হয়।
তবে বিকেলে আমিন জুয়েলার্সের নিউমার্কেট শাখায় ধানমন্ডির ভ্যাট অফিস থেকে নিয়মিত চেক হওয়াকে কেন্দ্র করে সৃষ্ট ভুল বুঝাবুঝির প্রেক্ষিতে তারা ধর্মঘটের ডাক দেয় সংগঠনটি। আলোচনার পর এই ধর্মঘট তুলে নেওয়া হয়।
সভায় জুয়েলারি ব্যবসার বর্তমান সমস্যার সুষ্ঠু সমাধান নিয়েও আলোচনা হয় বলে জানানো হয়েছে।

/জিএম/জেইউ/এসএমএ/  

আরও পডুন
অনির্দিষ্টকালের জন্য স্বর্ণের দোকান বন্ধ

সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা