X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ভ্যাট নিয়ে তৈরি হচ্ছে মোবাইল অ্যাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০১৭, ০৩:৫১আপডেট : ২১ মে ২০১৭, ০৪:০৫

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান ভ্যাট সম্পর্কিত তথ্য সারাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে সরকারের আইসিটি বিভাগের সহায়তায় একটি মোবাইল অ্যাপ তৈরির চেষ্টা চলছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান। শনিবার (২০ মে) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ ভ্যাট অনলাইন প্রকল্পের সম্মেলন কক্ষে প্রকল্পটি আয়োজিত ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’ বাস্তবায়ন বিষয়ক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের গণমাধ্যম ব্যক্তিত্ব ও সংবাদকর্মীরা সভায় আলোচনায় অংশ নেন।
আলোচনা সভায় এনবিআর চেয়ারম্যান বলেন, ‘কোথায় কোথায় ভ্যাটের লেনদেন হচ্ছে, তা সরকারের কোষাগারে আসছে কিনা— এসব তথ্যও জানা যাবে ভ্যাট অ্যাপের মাধ্যমে। শুধু এই অ্যাপ নয়, এনবিআরের পক্ষ থেকে একটি ইনোভেশন কম্পিটিশন আয়োজনের চিন্তা করছি। স্বনামধন্য ব্যক্তি বা নবীন আইসিটি উদ্যোক্তাদের কাছে কোনও উদ্ভাবন থাকলে তা এনে বিচার-বিশ্লেষণ করা হবে।’
নজিবুর রহমান বলেন, ‘নতুন ভ্যাট আইন বাস্তবায়নে আমাদের এখন হাই মোরাল গ্রাউন্ডে অবস্থান করতে হবে। এ আইনের সুবিধাকে যেন কেউ অপব্যবহার করতে না পারে সেজন্য আমরা ব্যবসায়ীদের ওপর আস্থা রাখছি। ভ্যাট আইন বাস্তবায়ন ও এর সাফল্যের ওপর এনবিআর পুরোপুরি আস্থা রাখছে। এনবিআর ব্যবসায়ীদের পার্টনার ঘোষণা করেছে।’ ভ্যাট নিবন্ধন নেওয়া সারাদেশের সব প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হবে বলেও জানান তিনি।
এনবিআরের চেয়ারম্যান বলেন, ‘নতুন আইন নিয়ে সচেতনতা তৈরি করতে মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদন নিয়ে বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার, বিভাগীয় কর্মকর্তা ও বিভিন্ন চেম্বারকে নিয়ে ‘ভ্যাট আইন বাস্তবায়ন সহায়তা কমিটি’ গঠন করা হয়েছে। এ কমিটি জনগণকে সচেতন করবে। বিভাগীয় কমিটিতে প্রতিটি জেলার জেলা প্রশাসক থাকবেন। তার নেতৃত্বে আবার একই ধরনের কমিটি করা হয়েছে জেলা পর্যায়ে। ওই কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকবেন। ফলে উপজেলা পর্যায়ে প্রেসক্লাব, চেম্বার— সবাই অন্তর্ভুক্ত থাকবেন এই কার্যক্রমে। এতে সচেতনতামূলক কার্যক্রমের একটি প্রেক্ষাপট তৈরি হয়েছে।’
নতুন ভ্যাট আইনে জনগণকে সহায়তার সুযোগ বাড়ানো হয়েছে জানিয়েছে নজিবুর রহমান বলেন, ‘নতুন আইনে ব্যবসায়ী ও জনগণকে সহায়তা দিতে হেল্প ডেস্ক করা হয়েছে। শুধু ভ্যাট বিভাগ নয়, আয়কর বিভাগ ও শুল্ক বিভাগে মাঠ পর্যায়সহ সব জায়গাতেই হেল্প ডেস্ক হচ্ছে।’
এর আগে সকালে আলোচনা সভার উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান বলেন, ‘নতুন ভ্যাট আইন কোনোভাবেই সাধারণ মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলবে না।’
সভায় স্বাগত বক্তব্য রাখেন এনবিআর সদস্য (শুল্ক ও ভ্যাট প্রশাসন) ও ভ্যাট অনলাইন প্রকল্প পরিচালক মো. রেজাউল হাসান। নতুন ভ্যাট আইনের বিভিন্ন বিষয় তুলে ধরে প্রশ্নের উত্তর দেন এনবিআর সদস্য (ভ্যাট নীতি) ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন। এছাড়া, নতুন ভ্যাট আইন নিয়ে উপস্থাপনা দেন ভ্যাট অনলাইন উপ-পরিচালক মুহম্মদ জাকির হোসেন।

আরও পড়ুন-

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে প্রধানমন্ত্রীর তলব

চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের দ্বন্দ্বে ইসলামী ব্যাংকে অস্থিরতা!

/জিএম/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!