X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আমদানি-রফতানি অফিসে ডিজিটাল সেবা দেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০১৭, ২০:৪২আপডেট : ২১ মে ২০১৭, ২০:৪৪

 

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ (ছবি: সংগৃহীত) আমদানি-রফতানির জন্য ব্যবসায়ীদের সেবা দিতে এখন আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন,  ‘আমদানি-রফতানি অফিসে ডিজিটাল সেবা দেওয়া হচ্ছে। এ জন্য ব্যবসায়ীদের আবেদন অনলাইনে নেওয়া হয়। অনলাইনেই রেজিস্ট্রেশন দেওয়া ও নবায়ন করা হয়। ফলে ব্যবসায়ীদের জন্য এ সেবা পাওয়া সহজ হয়েছে। ব্যবসায়ীদের দ্রুত সেবা দেওয়ার জন্য এ অফিসে ডিজিটাল সেবা চালু করা হয়েছে।’ রবিবার ঢাকায় আমদানি-রফতানি প্রধান নিয়ন্ত্রকের নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দেশে ব্যবসার পরিধি বাড়ছে। বাণিজ্যিক আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) সেবা সহজ করা হয়েছে, তিনদিনের স্থলে ১ দিন ১২ ঘণ্টা ২০ মিনিট সময়ে এবং ১৫টি ধাপের স্থলে ১০টি ধাপে আইআরসি জারি হরা হচ্ছে।’ তিনি বলেন, ‘ই-ফাইলিং চালুর ফলে স্বচ্ছতার সঙ্গে দ্রুত ব্যবসায়ীদের সেবা দেওয়া হচ্ছে। কোনও হয়রানি ছাড়াই ব্যবসায়ীরা প্রয়োজনীয় সেবা নিতে পাচ্ছেন। বাণিজ্য মন্ত্রণালয় বছরে প্রায় দুই শত কোটি টাকা রাজস্ব আয় করে থাকে। এর অর্ধেকেরও বেশি আয় করে এ আমদানি-রফতানি অফিস থেকে। নতুন অফিসে কাজের পরিবেশ উন্নত ও আধুনিক ব্যবস্থাপনার কারণে এখানে কার্যক্রম আরও বাড়বে।’

দেশের বাণিজ্য দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘গত অর্থবছর আমাদের রফতানি আয় ছিল ৩৪ দশমিক ২৬ বিলিয়ন মার্কিন ডলার ও প্রবৃদ্ধি ছিল ৯ দশমিক ৭৭ ভাগ। এ বছর রফতানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৭ বিলিয়ন মার্কিন ডলার, ২০২১ সালে এ রফতানির পরিমান দাঁড়াবে ৬০ বিলিয়ন মার্কিন ডলার। সরকার ঘোষিত ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেশের রফতানি পণ্য সংখ্যা বাড়ানোসহ রফতানি বাজার সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। সরকার ইতোমধ্যে দেশের তৈরি পোশাকের পাশাপাশি আইটি, ওষুধ, ফার্নিচার, জাহাজ নির্মাণ, জুট পণ্য, কৃষিপণ্য রফতানিতে বিশেষ গুরুত্ব দিয়েছে। রফতানির ক্ষেত্রে নগদ আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে, ফলে দেশের রফতানি দিনদিন বাড়ছে। সময় ও প্রয়োজনের সঙ্গে তাল মিলিয়ে বাণিজ্য বাড়ার সঙ্গে সঙ্গে সেবা দেওয়ার সক্ষমতাও বাড়ছে।

আমদানি-রফতানি প্রধান নিয়ন্ত্রক আফরোজা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শুভাশীষ বসু।  

/এসআই/ এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী