X
বুধবার, ১৫ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

‘রমজান মাসে বিদ্যুৎ সেবায় সার কারখানাগুলো বন্ধ রাখার পরিকল্পনা করছে সরকার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০১৭, ২১:৩২আপডেট : ২৩ মে ২০১৭, ১৫:০৪

ঢাকা রেঞ্জের ডিআইজির হাতে গাড়ির চাবি হস্তান্তর করছেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, ‘রমজান মাসে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিতে সরকার সার কারখানাগুলো বন্ধ রাখার পরিকল্পনা করছে। এতে করে রমজান মাসে বিদ্যুৎ সংকট কিছুটা হলেও দূর করা সম্ভব হবে।’

সোমবার (২২ মে) বিকালে কেরানীগঞ্জের বিআরটিএ ইকুরিয়া অফিস মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘রমজান মাসে বিদ্যুৎ ভালো পরিস্থিতির দিকে যাবে। সংকট তো থাকবেই, এখনও আছে। তবে পরিস্থিতি আগের থেকে ভালো।’

অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশকে দুটি পিকআপ ভ্যান উপহার দেয় ম্যাক্স গ্রুপ। ঢাকা রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলামের হাতে গাড়ি দুটির চাবি হস্তান্তর করেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর।

গাড়ী হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য (ঢাকা-৩) ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর, ম্যাক্স গ্রুপের ব্যবসায় উন্নয়ন বিভাগের নির্বাহী পরিচালক কাজী ইয়ামিনুর রশীদ তুর্য। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহে এলিদ মাইনুল আমিন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোবারক হোসেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম, কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যোবায়ের প্রমুখ।

অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডিউটি গাড়ির সংকট রয়েছ। বিষয়টি জানার পর আমি ম্যাক্স গ্রুপের চেয়ারম্যানকে অনুরোধ করি এই থানায় দুটি গাড়ি দেয়ার। তারা আমার আহ্বানে সাড়া দিয়ে পুলিশকে দুটি গাড়ি দিয়েছেন। এজন্য তাদের ধন্যবাদ জানাই। পাশাপাশি যারা সমাজে বিত্তবান তারাও পুলিশকে এগিয়ে নিতে এরকমভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন বলে আশা করছি।’

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‌‘এখনও ঘুমালে মনে হয় জলদস্যুরা এই বুঝি গুলি করলো’
এমভি আবদুল্লাহর চিফ অফিসার‌‘এখনও ঘুমালে মনে হয় জলদস্যুরা এই বুঝি গুলি করলো’
‘দলীয় সাংবাদিক’ ও সাংবাদিকতায় অনাস্থা
‘দলীয় সাংবাদিক’ ও সাংবাদিকতায় অনাস্থা
‘আমাদের ছাড়াতে এয়ারক্রাফটের মাধ্যমে মুক্তিপণ দেওয়া হয়েছিল’
‘আমাদের ছাড়াতে এয়ারক্রাফটের মাধ্যমে মুক্তিপণ দেওয়া হয়েছিল’
লিগ্যাল এইড পরিচালনায় অসামঞ্জস্য তুলে ধরলেন প্রধান বিচারপতি
লিগ্যাল এইড পরিচালনায় অসামঞ্জস্য তুলে ধরলেন প্রধান বিচারপতি
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ