X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বৈদেশিক বাণিজ্যের সক্ষমতা অর্জনে সহায়তা বাড়াতে হবে: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০১৭, ১৯:১৫আপডেট : ২৫ মে ২০১৭, ১৯:১৯

বিএফটিআইয়ের সাধারণ সভা (ছবি- বাসস) বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটকে (বিএফটিআই) বৈদেশিক বাণিজ্যের সক্ষমতা বাড়াতে ব্যবসায়ীদের জন্য সহায়তা বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘একসময় বিএফটিআই সচ্ছল না থাকলেও এখন লাভজনক প্রতিষ্ঠান হয়ে উঠেছে। দেশের বৈদেশিক বাণিজ্য বাড়ার সঙ্গে সঙ্গে বিএফটিআইয়ের গুরুত্ব বেড়েই চলছে। ব্যবসায়ীদের জন্য এই ইনস্টিটিউটের সেবা নিশ্চিত করতে হবে।’
বৃহস্পতিবার (২৫ মে) বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিএফটিআই আয়োজিত বিগত তিন বছরের বার্ষিক সাধারণ সভায় বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। সাধারণ সভায় সভাপতিত্বও করেন বাণিজ্যমন্ত্রী।
বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ বিগত তিন বছরের নিরীক্ষা প্রতিবেদন সাধারণ সভায় উপস্থাপন করেন। বিস্তারিত আলোচনার পর তা সাধারণ সভায় অনুমোদিত হয়।
আলী আহমেদ সভাকে অবহিত করে বলেন, ‘এতদিন বিএফটিআই ঋণগ্রস্ত ছিল, এখন নিজের আয়ে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটির ওপর ব্যবসায়ীদের আগ্রহ বেড়েছে। ব্যবসায়ীদের কাছে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগামী দিনগুলোতে বিএফটিআইয়ের কার্যক্রম আরও বাড়বে।’ সভায় বিএফটিআই পরিচালক অমিতাভ চক্রবর্তী গত ছয় মাসে অনুষ্ঠিত বিভিন্ন কার্যক্রমের বিবরণ উপস্থাপন করেন।
সভায় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বৈদেশিক বাণিজ্যের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা এ ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিয়ে দক্ষতার সঙ্গে বাণিজ্য কার্যক্রম পরিচালনা করছে। আগামী দিনগুলোতে বৈদেশিক বাণিজ্য আরও বাড়বে। এজন্য ব্যবসায়ীদের সক্ষমতা অর্জন করতে হবে। বিএফটিআইকে এজন্য সব ধরনের সহায়তা দিতে হবে।’
মন্ত্রী বলেন, ‘বিএফটিআই সাফল্যের সঙ্গে সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে, বিভিন্ন সেমিনারের মাধ্যমে বৈদেশিক বাণিজ্য সম্পর্কে ধারণা দিয়ে যাচ্ছে। দেশের সেবা খাতে রফতানি বাণিজ্যের সমস্যা ও সম্ভাবনা নিয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া আংটাড, আইটিসি ও ইউএনসকাপের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নেও সাফল্যের সঙ্গে সহায়তা দিয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা যেন এ প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ সেবা পেতে পারে, তা নিশ্চিত করতে হবে।’
সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শুভাশীষ বসু, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মুশফেকা ইকফাত, রফতানি উন্নয়ন ব্যুরোর ভারপ্রাপ্ত ভাইস-চেয়ারম্যান অভিজিৎ চৌধুরী, বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকার, বিসিআইয়ের প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-

এবার খুতবায় রাজস্ব নিয়ে আলোচনার উদ্যোগ

রফতানি বাড়াতে নতুন বাজারে প্রবেশের পরামর্শ বাণিজ্যমন্ত্রীর

/এসআই/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!