X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অবৈধভাবে অর্জিত অর্থ দেশের বাইরে চলে যাচ্ছে: সিপিডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০১৭, ১৯:৫৮আপডেট : ২৭ মে ২০১৭, ১৯:৫৯

 

অবৈধভাবে অর্জিত অর্থ দেশের বাইরে চলে যাচ্ছে: সিপিডি নতুন মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আইনে করের হার ১২শতাংশে নামিয়ে আনার দাবি জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, তা না হলে নতুন ভ্যাট আইন দেশের উৎপাদক ও ভোক্তা উভয়ের ওপর চাপ তৈরি করবে। অবৈধ উপায়ে অর্জিত অর্থ দেশের বাইরে চলে যাচ্ছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, এ প্রবণতা তত বাড়ছে। এমন পরিস্থিতিতে অর্থ পাচার বাড়বে।’ শনিবার রাজধানীর মহাখালীস্থ ব্র্যাক সেন্টার ইন-এ অনুষ্ঠিত চলতি অর্থবছরের অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণে (তৃতীয় সংস্করণ) প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে  ব্ক্তারা এসব কথা বলেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির গবেষক তৌফিকুল ইসলাম খান। উপস্থিত ছিলেন সিপিডির সম্মানীত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন ও পরিচালক আনিসাতুল ফাতেমা ইউসুফ।

ড. দেবপ্রিয় বলেন, ‘অবৈধ উপায়ে অর্জিত অর্থ নানা উপায়ে দেশের বাইরে চলে যাচ্ছে। নির্বাচন যত সামনে ঘনিয়ে আসবে, অর্থ পাচারের পরিমাণ তত বাড়বে।’ তিনি মনে করেন, ‘আমার দেশের ব্যবসায়ীরা আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে বিনিয়োগ করাকে লাভজনক মনে করেন। এ দেশে বিএমডব্লিউ ব্যান্ডের বিলাসবহুল গাড়ি বিক্রিতে এশিয়ায় পঞ্চম বাংলাদেশ। দেশে যে পরিমাণ গার্মেন্ট পণ্য উৎপাদন ও রফতানি হচ্ছে, সেই অনুসারে কর্মসংস্থান বাড়ছে না। দেশে জিডিপি প্রবৃদ্ধি হচ্ছে, শিল্পের উন্নতি হচ্ছে। কিন্তু সে অনুপাতে দেশে কর্মসংস্থান হচ্ছে না। অর্থনীতিকে অতিমাত্রায় প্রবৃদ্ধি নির্ভরতা  দেখা হচ্ছে যা অর্থনীতির একটি খণ্ডিত ও অসম্পূর্ণ চিত্র।

সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, ‘মধ্যম আয়ের দেশ কিংবা উন্নত দেশ হওয়ার জন্য যে আকঙ্খা এর সঙ্গে ব্যক্তি খাতের বিনিয়োগ প্রবাহের বিষয়টি মিলছে না।’ তিনি মনে করেন, ‘বেসরকারি খাতে কাঙ্ক্ষিত শিল্পায়ন হচ্ছে না। প্রবৃদ্ধি হতে হবে কর্মসংস্থানমুখী।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, ‘ইসলামী ব্যাংকের পরিবর্তন মসৃণ করতে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা রাখা দরকার। বৃহত্তম ঋণ গ্রহণকারী যখন মালিক হয়ে যান, তখন তা চিন্তার বিষয়।’

/এসআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্দিরে সেলফি তুলতে গিয়ে মোমবাতির প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে মোমবাতির প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!