X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

গরুর মাংসের নির্ধারিত দর মানছেন না ব্যবসায়ীরা

শফিকুল ইসলাম
২৯ মে ২০১৭, ২১:১৭আপডেট : ২৯ মে ২০১৭, ২১:২৯

গরুর মাংস (ছবি: সংগৃহীত) রোজা উপলক্ষে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের নির্ধারণ করা ৪৭৫ টাকা কেজি দরে রাজধানীর কোথাও গরুর মাংস বিক্রি হয়নি।  রমজানের দ্বিতীয় দিন সোমবারও গরুর মাংস বিক্রি হয়েছে ৫০০ টাকা কেজি দরে। সুযোগ বুঝে অনেক ব্যবসায়ী ৫২০ টাকা কেজি দরেও বিক্রি করেছেন। তবে মাংস ব্যবসায়ী সমিতির দাবি সর্বত্র ৫০০ টাকা দরে নয়, কোথাও কোথাও ৪৮০ টাকা কেজি দরেও মাংস বিক্রি হয়েছে। এদিকে, মাংসের দোকানগুলোয় এখন পর্যন্ত সিটি করপোরেশন নির্ধারিত দরের ব্যানার লাগানো হয়নি। এই বিষয়ে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম দাবি করেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার দোকানগুলোয় ব্যানার লাগানো হয়েছে। কিন্তু ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় কোনও দোকানে নির্ধারিত মূল্যের ব্যানার লাগানো সম্ভব হয়নি।’ ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় অবস্থিত মাংস ব্যবসায়ী সমিতির অফিসে পুলিশের লাগানো তারা খুলে না দেওয়ায় এই এলাকার দোকানগুলো ব্যানার লাগানো সম্ভব হয়নি বলে তিনি দাবি করেন।

নির্ধারিত মূল্যে মাংস বিক্রি না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন শাজাহানপুর বাজারে আসা একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী সোহেল আহমেদ। তিনি বলেন, সিটি করপোরেশন দর নির্ধারণ করে দিয়েই খালাস। বিষয়টি মনিটরিং করা হয় না। এই প্রসঙ্গে রবিউল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের সমিতির অনেক সদস্য ৪৭৫ টাকা কেজি দরেও গরুর মাংস বিক্রি করেছেন।’ তবে রাজধানীর কোন বাজারে, কোন এলাকায় ৪৭৫ টাকা কেজি দরে সোমবার গরুর মাংস বিক্রি হয়েছে, জানতে চাইলে তিনি  বলতে পারেননি।   

এদিকে সোমবার থেকে বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা শোনা গেলেও কোথাও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সংবাদ পাওয়া যায়নি। এছাড়া বিষয়টি পর্যবেক্ষণ বা তদারকি করতে সরকারি কোনও সংস্থা বা প্রতিষ্ঠানের কর্মকর্তাকেও বাজারে নামতে দেখা যায়নি। তবে ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন রবিবার বাজার দেখতে নামলেও মাংস বিক্রির বিষয়ে কোনও কথা বলেননি।

রমজানকে কেন্দ্র করে শবে বরাতের পর থেকেই অস্থির রয়েছে মাংসের বাজার। ব্যবসায়ীরা বলছেন, রমজানকে কেন্দ্র করে সবাই অধিক পরিমাণের মাছ, মাংস ও নিত্যপণ্য কিনে ঘরে মজুদ করছেন। তাই বাজারে সব ধরনের নিত্যপণ্যের সরবরাহ অনেকটা ঝুঁকিতে রয়েছে। ১০ রমজানের পর বাজার স্বাভাবিক হয়ে আসবে।

জানতে চাইলে মাংস ব্যবসায়ী নেতা রবিউল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাজধানীর সব মাংস ব্যবসায়ী সিটি করপোরেশন নির্ধারিত দরে গরুর মাংস বিক্রি করেননি। অনেক মাংস ব্যবসায়ী সরকার নির্ধারিত দরের বেশি দামে গরুর মাংস বিক্রি করেছেন। আমরা সমিতির পক্ষ থেকে রাজধানীর সব মাংসের দোকানে নির্ধারিত দামের ব্যানার লাগাতে পারিনি। এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সহযোগিতা করলেও উত্তর সিটি করপোরেশন করছে না।’

রবিউল আলম বলেন, ‘আমরা বিষয়টি কঠোরভাবে মনিটরিং করছি। সমিতির ব্যবসায়ীদের বলেছি, রবিবার ও সোমবার যেভাবে গেছে যাক। মঙ্গলবার থেকে আপনারা সরকার নির্ধারিত দরে গরুর মাংস বিক্রি করুন। যেকোনও সময় ভ্রাম্যমাণ আদালত মাঠে নামবেন। তখন যদি কোনও ব্যবসায়ী সরকার নির্ধারিত দরে মাংস বিক্রি না করার দায়ে ভ্রাম্যমাণ আদালতে দোষী সাব্যস্ত হন, সমিতির পক্ষ থেকে কিছু বলার থাকবে না।’ তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘একদিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হবে, অন্যদিকে গাবতলী পশুর হাটের ইজারাদারের স্বেচ্ছাচারিতা বন্ধ করতে হবে। গাবতলী বাজারে গরুপ্রতি ১০০ টাকার খাজনা ৫ হাজার টাকা আদায় করা হচ্ছে, সেদিকেও নজর রাখা উচিত। গাবতলী বাজারের স্বেচ্ছাচারিতা বন্ধ হলে বাজার ঠিক হয়ে যাবে। মাংসের দাম নেমে আসবে।’

সোমবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে চাহিদার তালিকায় শীর্ষে রয়েছে গরুর মাংস। এরপরেই ব্রয়লার মুরগি ও মাছের অবস্থান। এই সুযোগে প্রতিকেজি গরুর মাংস এলাকা ও বাজার ভেদে ৫০০ থেকে ৫২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অনেক ব্যবসায়ী ৫৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করছেন। অথচ এ ব্যবসায়ীরাই গত সপ্তাহে প্রতি কেজি গরুর মাংস বিক্রি করেছেন ৪৮০ টাকা দরে।

/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া