X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ৩৫, সিএসইতে বেড়েছে ৭৮ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০১৭, ১৫:৩২আপডেট : ০১ জুন ২০১৭, ১৫:৩২

ডিএসই ও সিএসই সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৩৫ দশমিক ৫৮ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ৭৮ দশমিক ৬৬ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৫৬৮ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৭৯ কোটি ২৫ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫২৬ কোটি ০৪ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৫০৬ কোটি ১৯ লাখ  টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৯ কোটি ৮৫ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৩৮ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৫৮ পয়েন্টে এবং ১৭ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৬টির, কমেছে ১২০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫০টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- নূরানী ডায়িং, ব্র্যাক ব্যাংক,  লংকা-বাংলা ফাইন্যান্স, মবিল যমুনা, বাংলাদেশ শিপিং করপোরেশন, ইফাদ অটোমোবাইল, ইউনাইটেড পাওয়ার, অগ্নি সিস্টেম, বিডি কম এবং বেক্সফার্মা।
বৃহস্পতিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৪২ কোটি ৭ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ১৭৩ কোটি ৬ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ১০৭ কোটি ১০ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৭৮ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে ১০ হাজার ২০৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৩১ দশমিক ০০ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৮৩৮ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১১ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৪২ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১১৯ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ৭৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ২১টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- নূরানী ডায়িং, সিটি ব্যাংক, ডোরিন পাওয়া, মবিল যমুনা, বেক্সফার্মা, বারাকা পাওয়ার, লংকা-বাংলা ফাইন্যান্স, বাংলাদেশ শিপিং করপোরেশন, বেক্সিমকো লিমিটেড এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।
/এসএনএইচ/

সম্পর্কিত
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
থ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আবেদন শুরু রবিবার
সর্বশেষ খবর
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী
ইউরোপা লিগ থেকে বিদায়ের ভালো দিক দেখছেন লিভারপুল কোচ
ইউরোপা লিগ থেকে বিদায়ের ভালো দিক দেখছেন লিভারপুল কোচ
রাশিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত
রাশিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত
মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষীদের নিতে জাহাজ আসবে এ সপ্তাহেই
মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষীদের নিতে জাহাজ আসবে এ সপ্তাহেই
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন