X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বাজেটে ১২ চ্যালেঞ্জ

শফিকুল ইসলাম
০১ জুন ২০১৭, ২৩:২৪আপডেট : ০২ জুন ২০১৭, ১৮:৪০

 

বাজেটে ১২ চ্যালেঞ্জ নতুন অর্থবছরের (২০১৭-১৮) প্রস্তাবিত বাজেটে রয়েছে ১২ চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করাই হবে সরকারের প্রধান কাজ। অর্থনীতিবিদদের মতে, অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেটের ১২ চ্যালেঞ্জ হলো: ১. বাস্তবায়ন, ২. বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন, ৩. রাজস্ব আহরণ, ৪. নতুন ভ্যাট আইন কর্যকর করা, ৫. বিনিয়োগ বাড়ানো বা উৎসাহিত করা। ৬. রফতানি বাড়ানো। ৬. ঘাটতি মেটানো, ৭. অভ্যন্তরীণ উৎস থেকে ঘাটতি মেটানোর কৌশল, ৮. কর্মসংস্থান সৃষ্টি, ৯. রেমিটেন্স প্রবাহ বাড়ানো, ১০, সুশাসন নিশ্চিত করা, ১১. ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো ও ১২. মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা।  

অর্থনীতিবিদদের মতে, প্রস্তাবিত বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভ্যাট আইন কার্যকর করা। ব্যবসায়ীদের একটি অংশ  দীর্ঘদিন ধরেই এ আইন বাস্তবায়নের বিরোধিতা করছেন। প্রতিবছরই বাজেটের আকার বাড়ছে, তবে বাস্তবায়নের হার কোনও দিক থেকে বাড়েনি। প্রতিবছরই বাজেট সংশোধন করা হয়। এরপরও বাস্তবায়ন শতভাগ হয় না। বিষয়টি জানার পরও সরকার প্রতিবছর বাজেট বাড়িয়ে যাচ্ছে। এডিপি বড় করছে। আবার কাটছাঁট করছে। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাড়িয়ে দিচ্ছে। একমাত্র তৈরি পোশাকের দিকে তাকিয়ে রফতানির লক্ষ্যমাত্রা বাড়ানো হচ্ছে। রফতানি পণ্যের বহুমুখীকরণের কোনও দিক-নির্দেশনা নেই। বৈশ্বিক কারণেই রেমিটেন্স কমছে, কিন্তু তা বাড়ানোর কোনও দিক নির্দেশনা নেই। দেশি-বিদেশি বিনিয়োগ নেই। বিনিয়োগ বাড়ানোর কোনও সুনির্দিষ্ট পরিকল্পনাও নেই এ বাজেটে। তাই নতুন কর্মসংস্থান সৃষ্টি একটি বড় চ্যালেঞ্জ। সমাজের সর্বত্র সুশাসন নিশ্চিত করতে না পারলে সরকার তার পরিকল্পনা মাফিক কর্মসূচি বাস্তবায়ন করতে পারবে না। এমন পরিস্থতিতে সমাজে সুশাসন নিশ্চিত করা একটি চ্যালেঞ্জ। ব্যাংকিং খাতের অবস্থা চরমে পৌঁছেছে। বাজেটে এ খাতের নৈরাজ্য দূরীকরণে কোনও পরিকল্পনা নেই। এ অবস্থায় ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফেরানো জরুরি। যা সরকারের পক্ষে করা হবে একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ। বিভিন্ন কারণে বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ। সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বেড়েছে দ্বিগুণ। এছাড়াও মূল্যস্ফীতি ৫ শতংশের বেশি হলে সরকারি চাকরিজীবীদের বেতন স্বয়ংক্রিয়ভাবে বাড়ানোর একটি রাস্তা তৈরি হয়ে আছে। তা যদি হয় তাহলে  মূল্যস্ফীতি বাড়বে নিঃসন্দেহে। যত পরিকল্পনাই করুক, এটি নিয়ন্ত্রণ করা কঠিন হবে। এটিও একটি চ্যালেঞ্জ।  

এ প্রসঙ্গে জানতে চাইলে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটি একটি বড় বাজেট। নিঃসন্দেহে এটি বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ। রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা প্রতিবছরই ফেল করে। আবার তা সংশোধন করা হয়। এরপরও দেখা যায় আদায় হয় না। এ অবস্থায় এত বড় একটি টার্গেটের রাজস্ব আদায় হবে বড় চ্যালেঞ্জ। এডিপি বাস্তবায়নের সরকার শতভাগ দক্ষ নয়। এটিও প্রতিবছর সংশোধন করা হয়। চলতি বছরের এডিপি প্রথম ১০ মাসে বাস্তবায়নের হার মাত্র ৬০ শতাংশ। তাই এডিপি বাস্তবায়ন বাজেটের অন্যতম চ্যালেঞ্জ।’

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাজেট বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ। প্রতিবছর বাজেট সংশোধন করতে হয়। বিষয়টি জানার পরেও বাজেট বড় করা হচ্ছে। বাজেটে নতুন কর্মসংস্থানের উদ্যোগের পরিকল্পনা পরিষ্কার করে উল্লেখ নেই। অর্থমন্ত্রীর বক্তৃতায় বারবারই বলা হচ্ছে ‘আমরা মনে করি’ বা ‘আমরা আশা করছি’  ইত্যাদি   

জানতে চাইলে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)’র অতিরিক্ত গবেষক ড. গোলাম মোয়াজ্জেম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এডিপি বাস্তবায়ন, রাজস্ব আহরণ কোনোটাই সন্তোষজনক নয়। প্রতিবছরই সংশোধন করার পর তা বাস্তবায়ন হয় না। নতুন কর্মসংস্থান সৃষ্টি, নতুন ভ্যাট আইন বাস্তবায়ন হবে বড় চ্যালেঞ্জ। রেমিটেন্স প্রবৃদ্ধি কমছে। বৈদেশিক উৎস থেকে বাজেটের ঘাটতি মেটানোর বিষয়টি পরিষ্কার নয়। অভ্যন্তরীণ উৎস ব্যাংক ব্যবস্থাপনা ও সঞ্চয়পত্র থেকে পাওয়া অর্থের বিষয়টি অন্ধকারে রয়েছে। তাই বাজেটের ঘাটতি মেটানোর যে কৌশলের কথা বলা হয়েছে, তা বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ।’ তিনি বলেন, ‘বিশ্ববাজারে রফতানি পণ্যের চাহিদা কমছে। তাই রফতানি প্রবৃদ্ধি ধরে রাখতে বা লক্ষ্যমাত্রা অর্জন হবে বড় চ্যালেঞ্জ।’

/এমএনএইচ/

আরও পড়ুন:

সংসদে ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট 

বাজেটে ঘাটতি এক লাখ ১২ হাজার ২৭৬ কোটি টাকা 

বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৪ শতাংশ 

বাজেটে মূল্যস্ফীতি ৫ দশমিক ৫ শতাংশ

বাজেট বাস্তবায়নে প্রয়োজন দিকনির্দেশনা 

দেশে তৈরি ল্যাপটপ-মোবাইলের দাম কমবে

বাজেটকে স্বাগত জানিয়ে আ. লীগ ও সহযোগী সংঠনের মিছিল

শিশু বাজেটে বরাদ্দ প্রায় ৫৬ হাজার কোটি টাকা

বেড়েছে ই-সিগারেট ও বিড়ির দাম

বাজেটে ১২ চ্যালেঞ্জ

যে সব পণ্যের দাম কমতে পারে

শান্তিনগর থেকে মাওয়া রোড পর্যন্ত হবে ফ্লাইওভার

বাজেটে প্রতিবন্ধীদের বরাদ্দ বেড়েছে ৩১ শতাংশ

পরিবেশ সুরক্ষায় বরাদ্দ বেড়েছে

নতুন ভ্যাট আইন নিয়ে উদ্বিগ্ন এফবিসিসিআই

বাড়ছে না করমুক্ত আয়সীমা

মুক্তিযোদ্ধাদের জন্য ১০ হাজার ফ্ল্যাটের ঘোষণা অর্থমন্ত্রীর

ভ্যাট ১৫ শতাংশই, বাড়ছে অব্যাহতির আওতা

শিক্ষা ও মানবসম্পদ খাতে ১ লাখ সাড়ে ৪ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

প্রতিরক্ষা খাতে বরাদ্দ বেড়েছে আড়াই হাজার কোটি টাকা

দাম বাড়তে পারে যেসব পণ্যের

৪৬ বছরে বাজেট বেড়েছে ৪৩২ গুণ

সহজ হচ্ছে স্বর্ণ আমদানি নীতিমালা

স্বাস্থ্যখাতে বরাদ্দ বেড়েছে

২ লাখ ৪৮ হাজার কোটি টাকার যোগান দেবে এনবিআর

বেশি টাকা গুনতে হবে ফাস্টফুড খেতে

তৈরি পোশাক খাতে ৫ শতাংশ কর কমছে

আগামী বছরের মধ্যে সব শিল্প প্রতিষ্ঠানে গ্যাস: অর্থমন্ত্রী

দুর্নীতি দমনের জন্য ১০১ কোটি টাকা

গণমুখী ও উন্নয়নমুখী বাজেট: আ. লীগ

শিক্ষাখাতে বরাদ্দ বেড়েছে ১ হাজার ৪২২ কোটি

নারীদের জন্য বরাদ্দ বেড়েছে ২৫ হাজার কোটি টাকা

ইসিতে বরাদ্দ এক হাজার ৭০ কোটি ৮০ লাখ টাকা

কোন খাতে কত খরচ

‘কর বাহাদুর পরিবার’

ব্যাংকে আমানতকারীদের জন্য দুঃসংবাদ!

২০১৮ সাল থেকে এলএনজি আমদানির সম্ভাবনা

টাকা আসবে কোত্থেকে?

তথ্য-প্রযুক্তি খাতে বরাদ্দ বেড়েছে ২,১৩৯ কোটি টাকা

এ বাজেট লুটপাটের: খালেদা জিয়া

পুঁজিবাজারের সব ধরনের ফি ভ্যাটমুক্ত

দুর্যোগ মোকাবিলায় আরও ‘মুজিব কিল্লা’

শিক্ষা ও প্রযুক্তি খাতে সর্বোচ্চ বরাদ্দ

২০১৮ সাল থেকে নতুন রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নয়

দুর্নীতির অর্থের যোগান দিতেই বাজেট: আমির খসরু

নারীদের আয়করের সীমা ৪ লাখ টাকা নির্ধারণের দাবি উইমেন চেম্বারের

আয়কর সীমা বাড়ানোর প্রস্তাব ঢাকা চেম্বারের

ভ্যাটের হার পুনর্বিবেচনার দাবি চট্টগ্রাম চেম্বারের

বাজেট অধিবেশন সোমবার পর্যন্ত মুলতবি

সম্পর্কিত
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া