X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ১৪, সিএসইতে কমেছে ১৮ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০১৭, ১৫:২১আপডেট : ০৮ জুন ২০১৭, ১৫:২১

ডিএসই ও সিএসই সপ্তাহের পঞ্চম কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক কমে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ১৪ দশমিক ১৩ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ১৮ দশমিক ৩৪ পয়েন্ট কমেছে।

এদিন ডিএসইতে লেনদেন গত কার্যদিবসের চেয়ে কমলেও বেড়েছে সিএসইতে। বৃহস্পতিবার উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৬৪৯ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬০১ কোটি ৫৯ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫১৭ কোটি ১২ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৫৬৭ কোটি ৩৪ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৫০ কোটি ২২ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৪ দশমিক ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭৫ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৩৫ পয়েন্ট কমে ১ হাজার ২৬৮ পয়েন্টে এবং ৬ দশমিক ৭৯ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ৩৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ১৫৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৯টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল, অ্যাকটিভ ফাইন কেমিক্যাল, মবিল যমুনা, ইউনাইটেড পাওয়ার, শাহজিবাজার পাওয়ার, সেন্ট্রাল ফার্মা, লংকা-বাংলা ফাইন্যান্স, সিএমসি কামাল এবং ব্র্যাক ব্যাংক।
বৃহস্পতিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ১৩২ কোটি ৮১ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৩৪ কোটি ২৫ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ৯৮ কোটি ১ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১৮ দশমিক ৩৪ পয়েন্ট কমে ১০ হাজার ২৮০ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩০ দশমিক ৫৫ পয়েন্ট কমে ১৬ হাজার ৯৬৫ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৩ দশমিক ৩২ পয়েন্ট কমে ১ হাজার ২৫৩ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ০ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১৬৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৪টির, কমেছে ১১৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৬টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ব্রিটিশ আমেরিকান টোবাকো, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এসিআই, স্কয়ার ফার্মা, বেক্সফার্মা, অ্যাকমি ল্যাবরেটরিজ, ব্র্যাক ব্যাংক, গ্রামীণ ফোন, প্যারামাউন্ট টেক্সটাইল এবং বিকন ফার্মা।
/এসএনএইচ/

সম্পর্কিত
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
সর্বশেষ খবর
লিভারপুলের নতুন কোচ স্লট!
লিভারপুলের নতুন কোচ স্লট!
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!