X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

খেলাপি ঋণের পরিমাণ এক লাখ ১৮ হাজার কোটি টাকা

গোলাম মওলা
১২ জুন ২০১৭, ১৩:০০আপডেট : ১২ জুন ২০১৭, ১৩:০৮

ঋণখেলাপি বাণিজ্যিক ব্যাংকগুলো দেশের জনগণের কাছ থেকে যে আমানত গ্রহণ করছে তা চলে যাচ্ছে প্রভাবশালী ঋণ খেলাপিদের দখলে। বর্তমানে দেশে খেলাপি ঋণের পরিমাণ এক লাখ ১৮ হাজার কোটি টাকা। এই টাকা ঋণ হিসাবে নিলেও ওইসব প্রভাবশালীরা ঋণের টাকা সময় মতো ফেরত না দেওয়ায় একদিকে ব্যাংক খাতে বাড়ছে খেলাপি ঋণের পরিমাণ, অন্যদিকে ব্যাংক খাতে আর্থিক শৃঙ্খলা ভেঙ্গে পড়ার উপক্রম হয়ে পড়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ১৪ হাজার কোটি টাকা। গত বছরের মার্চে খেলাপি ঋণ ছিল ৫৯ হাজার ৪১১ কোটি টাকা। চলতি বছরের একই সময় এর পরিমান দাঁড়িয়েছে ৭৩ হাজার ৪০৯ কোটি টাকা। এর বাইরে আরও ৪৫ হাজার কোটি টাকার ঋণ অবলোপন করা হয়েছে। সব মিলিয়ে দেশে খেলাপি ঋণের পরিমাণ এখন এক লাখ ১৮ হাজার কোটি টাকা।

অবশ্য চলতি বছরের জানুয়ারিতে খেলাপি ঋণ কমাতে সুনির্দিষ্ট মতামত ও কর্মপন্থা দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছিলো বাংলাদেশ ব্যাংক। কিন্তু সেই নির্দেশনার ইতিবাচক কোনও ফল পাওয়া যাচ্ছে না।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জনগণের আমানত সুরক্ষিত রাখতে ও খেলাপি ঋণের পরিমাণ কমাতে বাংলাদেশ ব্যাংক দীর্ঘদিন ধরেই চেষ্টা করে যাচ্ছে। খেলাপি ঋণ কমিয়ে আনার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া আছে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সুপারভিশন ও মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে।’

জানা গেছে, সরকারি-বেসরকারি ব্যাংকের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার যোগসাজসে ঋণ বিতরণের নামে ব্যাংক থেকে অর্থ আত্মসাতের ঘটনা ঘটছে। সরকারি ব্যাংকগুলোতে ঋণ বিতরণ হচ্ছে রাজনৈতিক বিবেচনায় আর বেসরকারি ব্যাংকগুলোর পরিচালকেরা নিজেরা নিজেদের মধ্যে ঋণ আদান-প্রদান করছেন। এছাড়া ঋণের নাম করে ব্যাংক থেকে নিয়ে টাকা পাচারের ঘটনাও ঘটছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাধারণ জনগণের আমানত থেকেই মূলত ব্যাংকগুলো ঋণ বিতরণ করে থাকে। কিন্তু সেই ঋণ যদি ফেরত না আসে তাহলে ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়। আবার গ্রাহকের আস্থায়ও চিড় ধরে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ নেওয়ার কথা থাকলেও বাস্তবে সেটি দেখা যাচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘ব্যাংক খাতে সুশাসন না থাকায় এমনটি হচ্ছে। কিছু টাকা বের করে নেওয়া হয়েছে লুটপাটের মাধ্যমে। আবার নামী-দামি ব্যবসায়ীরাও অনিয়ম করে সুবিধা নিয়েছেন। এখন অনেক বড় ব্যবসায়ীদের কাছ থেকেও ব্যাংকগুলো অর্থ আদায় করতে পারছে না। আবার যারা ঋণ পরিশোধ করছে না, তাদের কিছু করাও যাচ্ছে না। এভাবে চলতে থাকলে ব্যাংক খাতের ওপর সাধারণ মানুষের আস্থা কমে যাবে।’

এ প্রসঙ্গে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, ‘বড় ঋণগ্রহীতাদের কাছে আমরা অসহায় হয়ে পড়ি। অনেকে সময় মতো ঋণের টাকা ফেরত না দিলে ব্যাংক মামলা করেও ফল পায় না। তিনি বলেন, মামলা হলেই রিট হয়ে যায়, রিটের জাল থেকে ব্যাংক বেরুতে পারে না। এ কারণে বেশ কিছু ঋণের টাকা ফেরত আসে না।’

এদিকে খেলাপি ঋণ বাড়তে থাকায় ব্যয় সমন্বয় করতে আমানতের সুদের হার কমিয়ে আনছে ব্যাংকগুলো। ৫ বছর আগেও এই সুদের হার ছিল ১২-১৪ শতাংশ। বর্তমানে তা নেমে এসেছে ৫ শতাংশেরও নিচে। এমন অবস্থায় সরকার আমানতের আসল টাকায় হাত দিতে চাইছে। এতে আরও বিপাকে পড়েছেন সুদ আয়নির্ভর অল্প আয়ের গ্রাহকেরা। অনেকে বাধ্য হয়ে ব্যাংক খাত থেকে টাকা উঠিয়ে নেওয়া শুরু করেছেন। অনেকেই ব্যাংক থেকে টাকা তুলে সঞ্চয়পত্রে বিনিয়োগ করছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এপ্রিল শেষে ব্যাংক খাতে গড় আমানতের সুদহার ৪ দশমিক ৯৭ শতাংশ হয়েছে।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক