X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ৪, সিএসইতে বেড়েছে ২০ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০১৭, ১৫:২৩আপডেট : ১৩ জুন ২০১৭, ১৫:২৩

ডিএসই ও সিএসই সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে প্রধান সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৪ দশমিক ৬৬ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ২০ দশমিক ৬৯ পয়েন্ট বেড়েছে।

এদিন ডিএসইর লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে। মঙ্গলবার উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৩৭ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪১০ কোটি ৫৬ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪০০ কোটি ৭০ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৩৭০ কোটি ৩১ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩০ কোটি ৩৯ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৫৪ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ০৬ পয়েন্ট কমে ১ হাজার ২৬০ পয়েন্টে এবং ১ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪১টির, কমেছে ১৩২টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৬টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- প্যারামাউন্ট টেক্সটাইল, বিডি ফাইন্যান্স, মবিল যমুনা, লংকা-বাংলা ফাইন্যান্স, অ্যাকটিভ ফাইন কেমিক্যাল, ইউসিবি, বিকন ফার্মা, স্কয়ার ফার্মা, মোজাফফর হোসেন স্পিনিং মিল এবং সিটি ব্যাংক।
মঙ্গলবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৩৬ কোটি ৯৫ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৪০ কোটি ২৫ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ৩ কোটি ৩০ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ২০ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ১০ হাজার ২৪১ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩৬ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৯১০ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৫০ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৩ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১৬১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ৯৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৮টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- আইডিএলসি, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, বিডি ফাইন্যান্স, মবিল যমুনা, বিকন ফার্মা, মুন্নু সিরামিকস এবং বেক্সফার্মা।
/এসএনএইচ/

সম্পর্কিত
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!