X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শনিবার শপিং মার্কেট এলাকায় ব্যাংক খোলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০১৭, ১৭:৫৪আপডেট : ২২ জুন ২০১৭, ১৭:৫৭

বাংলাদেশ ব্যাংক

আগামী শনিবার (২৪ জুন) রাজধানীসহ সারা দেশে শপিং মার্কেট ও কিছু বাণিজ্যিক এলাকায় বিশেষ ব্যবস্থায় লেনদেন চালু রাখার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া,পোশাক শিল্পঘন এলাকায় ওই দিন ব্যাংক শাখাগুলোতে নিয়মিত লেনদেনের পাশাপাশি অন্যান্য কার্যক্রমও চলবে।

বৃহস্পতিবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে,সুষ্ঠু ব্যবসায়িক কার্যক্রম ও নিরাপদ আর্থিক লেনদেনের সুবিধার্থে দেশের সব বাণিজ্যিক এলাকা, জেলা শহর ও বৃহৎ শপিং মার্কেট এলাকার ব্যাংকের সংশ্লিষ্ট শাখাসমূহ বিশেষ ব্যবস্থায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণ পূর্বক আগামী শনিবার খোলা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সে অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হলো।

প্রসঙ্গত, ব্যবসায়ীদের দাবিতে সাড়া দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের আরেক প্রজ্ঞাপনে সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও আগামী শুক্র ও শনিবার নির্দিষ্ট কয়েকটি অঞ্চলে ব্যাংকের শাখাগুলো খোলার রাখার নির্দেশ দেওয়া হয়। তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে এবং রফতানি বাণিজ্য সচল রাখার স্বার্থে তৈরি পোশাক শিল্প এলাকায় অবস্থিত সকল তফসিলি ব্যাংকের কেবল সংশ্লিষ্ট শাখা খোলা রাখার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক।

এছাড়া আরেকটি নির্দেশনায় রেমিট্যান্স প্রবাহ স্বাভাবিক রাখা ও প্রবাসীদের রেমিট্যান্স বিতরণের জন্য স্বীয় বিবেচনায় শনিবার প্রয়োজনীয় সংখ্যক শাখা খোলা রাখার কথা বলা হয়েছে।

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো এ সংক্রান্ত  চিঠিতে বলা হয়েছে, দেশের অর্থনৈতিক চালিকাশক্তির অন্যতম উপাদান হিসেবে বিবেচিত বৈদেশিক রেমিট্যান্স প্রবাহ স্বাভাবিক রাখা এবং আসন্ন ঈদুল ফিতরের আগে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বিতরণের লক্ষ্যে আগামী শনিবার (২৪ জুন) পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে স্বীয় বিবেচনায় প্রয়োজনীয় সংখ্যক শাখা খোলা রাখতে হবে। ওইদিন যেসব ব্যাংকের শাখা খোলা থাকবে, সেদিন শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যাংকের শাখায় নগদ অর্থ জমা দেওয়া এবং বৈদেশিক রেমিট্যান্স বিতরণ সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হবে। কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি  নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, আয়কর, ভ্যাট ও শুল্ক সরকারি কোষাগারে জমা দেওয়ার সুবিধার্থে আগামী ৩০ জুন (শুক্রবার) তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো খোলা রাখতে হবে।

/জিএম/ এপিএইচ/

আরও পড়ুন: 
শিল্প পুলিশের প্রতিবেদন: ৫১৮ পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের আশঙ্কা

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!