X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ভ্যাট অব্যাহতির আওতায় আসলো যেসব পণ্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০১৭, ২০:৩৭আপডেট : ২৮ জুন ২০১৭, ২০:৪৩

সংসদে অর্থমন্ত্রী (ফাইল ফটো) দেশে তৈরি কম্পিউটার, সেলুলার ফোন এবং এর যন্ত্রাংশের ওপরে মূল্য সংযোজন কর অব্যাহতির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এছাড়া কোয়ান্টাম ফাউন্ডেশনকে একটি সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করে ধ্যান অথবা যোগ (মেডিটেশন)-এর ওপরে আগামী দুই বছরে কোনও ভ্যাট আরোপ না করার প্রস্তাব করেন তিনি। বুধবার জাতীয় সংসদে তিনি এ প্রস্তাব করেন।

অর্থমন্ত্রী জাতীয় সংসদকে বলেন, ‘কম্পিউটার, সেলুলার ফোন এবং তার যন্ত্রাংশ এখন দেশে তৈরি হচ্ছে। এগুলোর  মূল্য সংযোজন কর অব্যাহতি প্রজ্ঞাপনে অন্তর্ভুক্ত করে  মূসক অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি।’

মোটরসাইকেল শিল্পের ওপর স্থানীয় উৎপাদন পর্যায়ে সমুদয় মূল্য সংযোজন কর অব্যাহতির প্রস্তাব করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেড অনেক সফটওয়্যার আমদানি করে এবং বিভিন্ন ক্ষেত্রে ২৫ শতাংশ আমদানি শুল্ক প্রদান করে। এবং কতিপয় পণ্য বিনা আমদানি শুল্কে আমদানি করে। যেসব পণ্যে আমদানি শুল্ক নেই সেগুলোর ওপরে প্রস্তাবিত ভ্যাট অব্যাহতির প্রস্তাব করছি। যারা রেফ্রিজারেটর উৎপাদন করেন এবং অন্য যারা এর বিভিন্ন যন্ত্রাংশ সংযোজন করেন তারা ৯০ শতাংশ অধিক হারে শুল্ক কর দিয়ে থাকেন। এই শুল্ক বা কর হার অবনমিত করে সংযোজনকারীদের ওপর প্রযোজ্য ৩০ শতাংশের স্থলে ২০ শতাংশ হারে সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করছি।’  তিনি উল্লেখ করেন, ‘এলপিজি’র ব্যবহার আমরা ব্যাপকহারে বাড়াতে চাই। সেজন্য কম্পোজিট অর্থাৎ প্লাস্টিক ও গ্লাস ফাইবার নির্মিত এলপিজি কন্টেইনারের ওপরে আমদানি পর্যায়ে কোনও ভ্যাট আরোপ না করার প্রস্তাব করছি। এলপিজি সিলিন্ডার এখনও ব্যাপকভাবে আমদানি নির্ভর। আমরা তাই স্থানীয় শিল্পের সুরক্ষার স্বার্থে আমদানি পর্যায়ে লৌহনির্মিত এলপিজি কন্টেইনারের ওপর ভ্যাট বহাল রাখার প্রস্তাব করছি।’

তিনি আরও বলেন, ‘মোটরসাইকেলের সব যন্ত্রপাতি উৎপাদনকে সাহায্য করার জন্য গত বছরের অর্থবিলে প্রগ্রেসিভ উৎপাদনকে কিছু কর/শুল্কের সুবিধা দেওয়া হয়েছিল। এবারও তাদের ওপর বর্ধিত শুল্ক করাদি মওকুফ করার প্রস্তাব করছি।’ তিনি বলেন, ‘সোলার প্যানেলের ওপর যে আমদানি শুল্ক আরোপ করার প্রস্তাব করা হয়েছিল, সেটি বাদ দেওয়ার প্রস্তাব করছি।’ অর্থমন্ত্রী বলেন, ‘অভ্যন্তরীণ নৌপথে যাত্রী ও মালামাল পরিবহনে বর্তমানে নানা ধরনের নৌযান যেমন- মাল্টি পারপাস নৌযান, বার্জ ও ট্যাঙ্কার ইত্যাদি অন্তর্ভুক্ত আছে। এ সম্বন্ধে আয়কর বিষয়ক এসআরও-তে যথাযথ সংশোধন করার প্রস্তাব করছি।’ তিনি বলেন, ‘তৈরি পোশাক খাতে উৎসে কর এক শতাংশ বহাল থাকবে। তবে সবুজ কারখানার ক্ষেত্রে আয়কর হার ১০ শতাংশ এবং অন্যদের ক্ষেত্রে ১২ শতাংশ নির্ধারণের প্রস্তাব করছি।’

তিনি বলেন, ‘বাংলাদেশ ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি তামাক এবং সিগারেট বিষয়ক তাদের কর ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই বিষয়টি বাজেট পাস হবার পর একটি এসআরও জারি করে নিষ্পত্তি করার প্রস্তাব করছি।  গ্লাসওয়্যার পণ্যের ওপর দেশীয় শিল্প সহায়ক শুল্ক কাঠামোর জন্য আবেদন করা হয়েছে। বিষয়টি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীতে দেওয়ার প্রস্তাব করছি। একইভাবে গুড়া মসলা জাতীয় মরিচ, হলুদ, ধনিয়া এগুলোর ট্যারিফ মূল্য বহাল রেখে ভ্যাটের হার নির্ধারণের প্রস্তাব করছি।’

/এসআই/জিএম  /এপিএইচ/

আরও পড়ুন: 

৫ লাখ টাকা পর্যন্ত আমানতে আবগারি শুল্ক দেড়শ’ টাকা

অনন্তকাল সঞ্চয়পত্রের সুদের হার নির্দিষ্ট থাকতে পারে না: অর্থমন্ত্রী

দুই বছরের জন্য ভ্যাট আইন স্থগিতের পরামর্শ প্রধানমন্ত্রীর

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর
প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
উচ্চশিক্ষা শেষে দেশে কাজ করার আহ্বান
উচ্চশিক্ষা শেষে দেশে কাজ করার আহ্বান
কোড সামুরাই হ্যাকাথনের দ্বিতীয় পর্বের ফল প্রকাশ, ৪৬ দল নির্বাচিত
কোড সামুরাই হ্যাকাথনের দ্বিতীয় পর্বের ফল প্রকাশ, ৪৬ দল নির্বাচিত
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ