X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ব্যাংক আমানতে আবগারি শুল্ক কমিয়ে অর্থবিল পাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০১৭, ২১:৪০আপডেট : ২৮ জুন ২০১৭, ২১:৫১

 

বাজেট ২০১৭-১৮ পাঁচ লাখ টাকা পর্যন্ত ব্যাংক আমানতে অর্থমন্ত্রীর প্রস্তাবিত আবগারি শুল্ক ৮০০ টাকার বদলে দেড়শ’ টাকা নির্ধারণসহ কয়েকটি সংশোধনী এনে অর্থবিল-২০১৭ জাতীয় সংসদে পাস হয়েছে।  পাশাপাশি আগামী দুই বছরের জন্য পুরনো আইনে (১৯৯১ সালের) ভ্যাট আদায়ের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ১০ শতাংশ শুল্কে চাল আমদানির সুযোগ রাখা হয়েছে।


২০১৭-১৮ অর্থবছরের বাজেট প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই তিনটি বিষয়সহ বেশ কিছু প্রস্তাবে পরিবর্তন আনতে অর্থমন্ত্রীকে অনুরোধ জানান।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তার নিজের দেওয়া বাজেটের ওপর সমাপনী বক্তৃতা করেন। পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা রওশান এরশাদের উপস্থিতিতে অর্থ বিল পাস হয়।
এর আগে অর্থবিল ২০১৭ এর ওপরে আলোচনা করেন ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য ফখরুল ইমাম, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম ওমর, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ, কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য নরুল ইসলাম মিলন,মহিলা আসন-৪৭ এর সংসদ সদস্য বেগম রওশন আরা মান্নান, পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী, ও সিলেট-৫ আসনের সংসদ সদস্য সেলিম উদ্দিন।
গত ১ জুন জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের জাতীয় বাজেটের সঙ্গে এই অর্থবিল উত্থাপন করেছিলেন অর্থমন্ত্রী মুহিত।

অর্থমন্ত্রী তার সমাপনী বক্তৃতায় প্রধানমন্ত্রীর সুপারিশগুলো গ্রহণ করে ‘সরকারের আর্থিক প্রস্তাব কার্যকরণ এবং কতিপয় আইন সংশোধনে আনীত অর্থবিল-২০১৭’ সংসদে উত্থাপন করলে পরে তা কণ্ঠভোটে পাস হয়।
আগামীকাল বৃহস্পতিবার পাস হবে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট। আগামী ১ জুলাই নতুন অর্থবছরের শুরুতে এই বাজেট কার্যকর হবে।
গত ১ জুন সংসদে ২০১৭-১৮ অর্থবছরের জন্য চার লাখ ২৬৬ কোটি টাকার এই বাজেট পেশ করেন অর্থমন্ত্রী।

বাজেট প্রস্তাবে গুরুত্বপূর্ন সংশোধনীগুলো হলো-
এক লাখ ১ টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ৫শ’ টাকার বদলে দেড়শ’ টাকা কাটা হবে, ৫ লাখ ১ টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ৮০০ টাকার স্থলে ৫০০ টাকা কাটা হবে। ১০ লাখ ১ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত আমানতের ক্ষেত্রে আবগারি শুল্ক আড়াই হাজার টাকা, ১ কোটি ১ টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত আবগারি শুল্ক ১২ হাজার টাকা এবং ৫ কোটি ১ টাকা থেকে তার ওপরের আমানতের ক্ষেত্রে আবগারি শুল্ক ২৫ হাজার টাকা আরোপ করা হবে।

১০ শতাংশ শুল্কে চাল আমদানির সুযোগ রাখা হয়েছে।

দেশে তৈরি কম্পিউটার, সেলুলার ফোন এবং এর যন্ত্রাংশের ওপরে মূল্য সংযোজন কর অব্যাহতি।

ধ্যান অথবা যোগ (মেডিটেশন)-এর ওপরে আগামী দুই বছরে কোনও ভ্যাট আরোপ না করা।

মোটরসাইকেল শিল্পের ওপর স্থানীয় উৎপাদন পর্যায়ে সমুদয় মূল্য সংযোজন কর অব্যাহতি।

সফটওয়্যার আমদানির ওপরে ভ্যাট অব্যাহতি।

রেফ্রিজারেটর উৎপাদনে ২০ শতাংশ হারে সম্পূরক শুল্ক আরোপ।

প্লাস্টিক ও গ্লাস ফাইবার নির্মিত এলপিজি কন্টেইনারের ওপরে আমদানি পর্যায়ে কোনও ভ্যাট আরোপ হবে না।

সোলার প্যানেলের ওপর যে আমদানি শুল্ক আরোপ করার প্রস্তাব করা হয়েছিল, সেটি বাদ দেওয়া হয়েছে।

তৈরি পোশাক খাতে উৎসে কর এক শতাংশ বহাল।

সবুজ কারখানার ক্ষেত্রে আয়কর হার ১০ শতাংশ এবং অন্যদের ক্ষেত্রে ১২ শতাংশ নির্ধারণ।

জাতীয় মরিচ, হলুদ, ধনিয়া জাতীয় গুড়া মসলার ওপরে   ট্যারিফ মূল্য বহাল।

/জিএম/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি