X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

এসডিজি অর্জনে বাণিজ্য সক্ষমতা বাড়াতে দরকার পরিকল্পনা: তোফায়েল

বাংলা ট্র্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০১৭, ২০:৫৪আপডেট : ১১ জুলাই ২০১৭, ২০:৫৯

গ্লোবাল রিভিউ অফ এইড ফর ট্রেডের একটি অধিবেশনে মঞ্চে বাণিজ্যমন্ত্রী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্ববাণিজ্যে সমক্ষমতা বৃদ্ধি ও প্রতিবন্ধকতা দূর করতে সম্মিলিত পরিকল্পনা গ্রহণ করতে হবে। বাংলাদেশ সফলভাবে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জন করে পুরস্কৃত হয়েছে। এবার এসডিজি অর্জনেও সফলভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।’
মঙ্গলবার (১১ জুলাই) সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ষষ্ঠ গ্লোবাল রিভিউ অফ এইড ফর ট্রেড-২০১৭-এর ‘এইড অ্যান্ড ইনক্লুসিভ ট্রেড: ফিন্যান্সিং ট্রেড কানেক্টিভিটি অ্যান্ড দি এসডিজি’স শীর্ষক অধিবেশনে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ এসডিজি অর্জন করতে সক্ষম হবে বলে ওই সভায় আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তোফায়েল আহমেদ আরও বলেন, ‘১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়ে শূন্য থেকে যাত্রা শুরু করে। স্বাধীনতার পর ১৯৭৪ সাল থেকে ১৯৯০ সালে গড়ে বাংলাদেশের সামষ্টিক অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ছিল ৪ শতাংশের কম। ২০১০ থেকে ২০১৪ সালে তা বেড়ে দাঁড়ায় ৬ দশমিক ৪ শতাংশে। চলতি অর্থ বছরে এ প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ২৪ ভাগ।’
বাংলাদেশ সরকারের গৃহীত সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সফল বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশের কাছাকাছি থাকবে বলে বিশ্বাস করেন বাণিজ্যমন্ত্রী। তার কথায়, ‘২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে এ পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের এসডিজি অর্জনের পথ সুগম হবে। এতে বাংলাদেশের দারিদ্র বিমোচন, নারী-পুরুষের সমতা, কর্মসংস্থান সৃষ্টিসহ এসডিজি অর্জনের খাতগুলোতে দ্রুত অগ্রসর হওয়া যাবে। আরও দুটি অর্থাৎ অষ্টম এবং নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সফল বাস্তবায়নের মধ্য দিয়ে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ এসডিজি অর্জন করে দৃষ্টান্ত স্থাপন করবে।’

বাণিজ্যমন্ত্রী বক্তব্য, ‘এ মুহূর্তে চাহিদার ছয় ভাগের বেশি তৈরি পোশাক রফতানি করে বিশ্বে দ্বিতীয় বৃহত্তম পোশাক রফতানিকারকের স্থান দখল করে আছে বাংলাদেশ। রফতানির অন্যান্য সম্ভাবনাময় খাতগুলো হলো তথ্য-প্রযুক্তি, জাহাজ নির্মাণ, ওষুধ, সিরামিক, ফার্নিচার ও ইলেক্ট্রনিক্স। কৃষি খাতেও বিপুল সম্ভাবনা রয়েছে। হিমায়িত ও সামুদ্রিক মাছ রফতানিতে এখন বাংলাদেশের অবস্থান পঞ্চম। সেবা খাতেও বাংলাদেশ বিদেশে শক্ত অবস্থান গড়ে তুলেছে। বর্তমানে রেমিটেন্সের পরিমাণ ১৮ বিলিয়ন মার্কিন ডলার। কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মূদ্রার রিজার্ভ প্রায় ৩৫ বিলিয়ন মার্কিন ডলার। গত বছর রফতানি আয় হয়েছে ৩৪ দশমিক ৮৪ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ এখন দেশের বড় বড় প্রকল্প নিজ অর্থায়নে বাস্তবায়নে সক্ষম।’

বিশ্বব্যাংকের সহযোগিতায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিকসহ সবক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন তোফায়েল আহমেদ। তার ভাষ্য, ‘বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধির ক্ষেত্রে নন-ফরমাল সেক্টরে ক্ষুদ্র ও মাঝারি বাণিজ্য বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এগুলোর সক্ষমতা বাড়ানোর জন্য একান্ত সহযোগিতা প্রয়োজন। জনশক্তি বাংলাদেশের বড় সম্পদ। তাই কর্মক্ষম মানুষের কর্মসংস্থান সৃষ্টির বিকল্প নেই। বিশ্ববাণিজ্যের প্রতিবন্ধকতা দূর এবং এলডিসিভুক্ত দেশগুলোর বাণিজ্য সমক্ষমতা বৃদ্ধি করতে বাণিজ্যিক সব সংস্থাকে একত্রিত করে পদক্ষেপ নিতে হবে।’

এ অধিবেশনে জুলিয়া নেইলসনের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউরোপীয় কমিশনের ইন্টারন্যাশনাল কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ক কমিশনার নিভেন মিমিকা। প্যানেল আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্যামেরুনের বাণিজ্যমন্ত্রী লুক মেগলোইরি, পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী খুররম দস্তগীর খান, সুইডেনের ইউরোপীয় ইউনিয়ন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড মিনিস্টার অ্যান নিনডি, লাও-এর শিল্প ও বাণিজ্যমন্ত্রী খিম্মানি ফলসিনা।

এছাড়া জাতিসংঘ ও চীনের প্রতিনিধি এ আলোচনায় অংশগ্রহণ করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল লতিফ বকসী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

/এসআই/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওমরা পালনে সৌদি গেলেন পাটমন্ত্রী
ওমরা পালনে সৌদি গেলেন পাটমন্ত্রী
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
খুলনায় এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা
মার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা