X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ২০, সিএসইতে কমেছে ৪৭ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০১৭, ১৫:২৫আপডেট : ১৭ জুলাই ২০১৭, ১৫:২৫

ডিএসই ও সিএসই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে প্রধান সূচক ও লেনদেন উভয়ই কমে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ২০ দশমিক ২৯ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ৪৭ দশমিক ১৮ পয়েন্ট কমেছে।

এদিন উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেন গত কার্যদিবসের চেয়ে কমেছে। সোমবার উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ২১৭ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত রবিবার লেনদেন হয়েছিল এক হাজার ৩৩৭ কোটি ৬০ লাখ  টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে এক হাজার ১৪৭ কোটি ৪৬ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল এক হাজার ২৬৩ কোটি ৪৬ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১১৫ কোটি ৮৬ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২০ দশমিক ২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮২৪ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ২৭ পয়েন্ট কমে ১ হাজার ৩২৪ পয়েন্টে এবং ০ দশমিক ৩৩ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১৩৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮২টির, কমেছে ২১৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৩টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- কনফিডেন্স সিমেন্ট, ইফাদ অটোমোবাইল, কেয়া কসমেটিকস, মবিল যমুনা, সিয়াম টেক্সটাইল, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, ডোরিন পাওয়ার, লংকা-বাংলা ফাইন্যান্স, আফতাব অটোমোবাইল এবং ফুওয়াং ফুড।
সোমবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৬৩ কোটি ৫১ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৭৪ কোটি ১৪ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ১০ কোটি ৬৩ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৪৭ দশমিক ১৮ পয়েন্ট কমে ১০ হাজার ৯০৫ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৭৫ দশমিক ৯৯ পয়েন্ট কমে ১৮ হাজার ৫০ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৪ দশমিক ৮১ পয়েন্ট কমে ১ হাজার ৩২৬ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৩০ দশমিক ৬৯ পয়েন্ট কমে ১৫ হাজার ৭৫৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৬৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৯টির, কমেছে ১৬৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৪টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেঙ্গল উইন্ডসর, আফতাব অটোমোবাইল, কেয়া কসমেটিসক, ফুওয়াং ফুড, ইউসিবিএল, বেক্সিমকো লিমিটেড, জেনারেশন নেক্সট, ইফাদ অটোমোবাইল, আমান ফিড এবং কনফিডেন্স সিমেন্ট।
/এসএনএইচ/

সম্পর্কিত
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
থ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আবেদন শুরু রবিবার
সর্বশেষ খবর
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া