X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

ডিএসইতে প্রধান সূচক ৪৩, সিএসইতে কমেছে ৭৮ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৭, ১৫:২৮আপডেট : ১৯ জুলাই ২০১৭, ১৫:২৮

ডিএসই ও সিএসই সপ্তাহের চতুর্থয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে প্রধান সূচক কমে শেষ হয়েছে এদিনের লেনদেন কার্যক্রম। তবে এদিন উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন গত কার্যদিবসের চেয়ে বেড়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ৪৫ দশমিক ৬৬ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ৭৮ দশমিক ৪৪ পয়েন্ট কমেছে।

এদিন উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেন গত কার্যদিবসের চেয়ে বেড়েছে। বুধবার উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ১৪০ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল এক হাজার ১৫ কোটি ২৫ লাখ  টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে এক হাজার ৬৯ কোটি ৫৮ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৯৬২ কোটি ২২ লাখ  টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১০৭ কোটি ৩৬ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৩ দশমিক ৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৭৫ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ দশমিক ৩০ পয়েন্ট কমে ১ হাজার ৩১৪ পয়েন্টে এবং ১২ দশমিক ৯৯ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১২১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৬টির, কমেছে ২২৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ২১টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ডোরিন পাওয়ার, ইফাদ অটোমোবাইল, আরএকে সিরামিকস, শাহজিবাজার পাওয়ার, ইউনিক হোটেল, মার্কেন্টাইল ব্যাংক, কেয়া কসমেটিকস, গ্রামীণ ফোন এবং লংকা-বাংলা ফাইন্যান্স।
বুধবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৭১ কোটি ১৪ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৫৩ কোটি ৩ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ১৮ কোটি ১১ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৭৮ দশমিক ৪৪ পয়েন্ট কমে ১০ হাজার ৮৩৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৩৫ দশমিক ৬১ পয়েন্ট কমে ১৭ হাজার ৯৩০ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৯ দশমিক ৫৪ পয়েন্ট কমে ১ হাজার ৩২০ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৯৯ দশমিক ৪৩ পয়েন্ট কমে ১৫ হাজার ৭৫২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৬৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৩টির, কমেছে ১৮৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ১৭টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- আইডিএলসি, ইউসিবিএল, ইফাদ অটোমেবাইল, আমান ফিড, লংকা-বাংলা ফাইন্যান্স, কেয়া কসমেটিকস, আরএকে সিরামিকস, ইউনিক হোটেল, বেক্সিমকো লিমিটেড এবয় ফুওয়াং ফুড।
/এসএনএইচ/

সম্পর্কিত
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
থ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আবেদন শুরু রবিবার
সর্বশেষ খবর
এবার রাজশাহীর আম গাছে প্রচুর মুকুল, স্বপ্ন বুনছেন চাষিরা
এবার রাজশাহীর আম গাছে প্রচুর মুকুল, স্বপ্ন বুনছেন চাষিরা
টিভিতে আজকের খেলা (১৯ মার্চ, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ মার্চ, ২০২৪)
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করেছে, রাশিয়ায়ও চেষ্টা করেছে’
আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের প্রধান ম্যাককিনি‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করেছে, রাশিয়ায়ও চেষ্টা করেছে’
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
শ্রীলঙ্কাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ
তৃতীয় ওয়ানডেশ্রীলঙ্কাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার