X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

ডিএসইতে প্রধান সূচক ৬ ও সিএসইতে বেড়েছে ৫ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৭, ১৫:৩৮আপডেট : ২০ জুলাই ২০১৭, ১৫:৩৮

ডিএসই ও সিএসই সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে প্রধান সূচক বেড়ে শেষ হয়েছে এদিনের লেনদেন কার্যক্রম। তবে এদিন উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন গত কার্যদিবসের চেয়ে কমেছে। এদিন ডিএসইর প্রধান সূচক ৬ দশমিক ৮৭ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ৫ দশমিক ১৮ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেন গত কার্যদিবসের চেয়ে কমেছে। বৃহস্পতিবার উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৬৭৮ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বুধবার লেনদেন হয়েছিল এক হাজার ১৪০ কোটি ৭২ লাখ  টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৬৩৬ কোটি ৬৩ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল এক হাজার ১৪০ কোটি ৭২ লাখ  টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৪৩২ কোটি ৯৫ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৮২ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ১০ পয়েন্ট কমে ১ হাজার ৩১৩ পয়েন্টে এবং ০ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১২১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৫টির, কমেছে ১৫২টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪২টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইফাদ অটোমোবাইল, মার্কেন্টাইল ব্যাংক, ডোরিন পাওয়ার, প্রাইম ব্যাংক, কেয়া কসমেটিকস, গ্রামীণ ফোন, শাহজিবাজার পাওয়ার, ইউনিক হোটেল, লংকা-বাংলা ফাইন্যান্স এবং ফুওয়াং ফুড।
বৃহস্পতিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৪১ কোটি ৯৯ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৭১ কোটি ১৪ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ২৯ কোটি ১৫ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৫ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৮৪৩ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৬ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৯৩৬ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ০ দশমিক ২২ পয়েন্টবেড়ে ১ হাজার ৩২০ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৩ দশমিক ৭৪ পয়েন্ট কমে ১৫ হাজার ৭৪৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৬৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২০টির, কমেছে ১১৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৮টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইউসিবিএল, ফুওয়াং ফুড, বেক্সিমকো লিমিটেড, আমান ফিড, কেয়া কসমেটিকস, জেনারেশন নেক্সট, মার্কেন্টাইল ব্যাংক, হামিদ ফেব্রিক্স, সাইফ পাওয়ার এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।
/এসএনএইচ/

সম্পর্কিত
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
থ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আবেদন শুরু রবিবার
সর্বশেষ খবর
হলমার্কের এমডি তানভীর ও তার স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড
হলমার্কের এমডি তানভীর ও তার স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড
পদোন্নতি পেলেন বিএনপির তিন নেতা
পদোন্নতি পেলেন বিএনপির তিন নেতা
নিয়ম ভাঙায় পয়েন্ট কাটা গেলো নটিংহ্যাম ফরেস্টের
নিয়ম ভাঙায় পয়েন্ট কাটা গেলো নটিংহ্যাম ফরেস্টের
আজকের আবহাওয়া: সব বিভাগেই ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস 
আজকের আবহাওয়া: সব বিভাগেই ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস 
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা