X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ৩ ও সিএসইতে বেড়েছে ৮ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০১৭, ১৫:২৯আপডেট : ২৫ জুলাই ২০১৭, ১৫:২৯

ডিএসই ও সিএসই সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে প্রধান সূচক ও লেনদেনে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে। এদিন ডিএসইতে লেনদেন গত কার্যদিবসের চেয়ে বাড়লে সিএসইর লেনদেন কমে শেষ হয়েছে এদিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৩ দশমিক ৭৮ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ৮ দশমিক ৭৩ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৬৮৭ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত সোমবার লেনদেন হয়েছিল ৬৬৯ কোটি ৫৯ লাখ  টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইর লেনদেনচিত্র ডিএসই 


এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৬৫৬ কোটি ১৫ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৬৩১ কোটি ৩৯ লাখ  টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ২৪ কোটি ৭৬ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮০১ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ৩৯ পয়েন্ট কমে ১ হাজার ৩১২ পয়েন্টে এবং ১ দশমিক ১০ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১২৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৮টির, কমেছে ১৩১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৬১টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- সিটি ব্যাংক, ইফাদ অটোমোবাইল, লংকা-বাংলা ফাইন্যান্স, শাহজিবাজার পাওয়ার, ফুওয়াং ফুড, জেনারেশন নেক্সট, মার্কেন্টাইল ব্যাংক, কেয়া কসমেটিকস, ওয়ান ব্যাংক এবং প্রাইম ব্যাংক।
মঙ্গলবার সিএসইর লেনদেনচিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৩১ কোটি ৭ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৪৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ৭ কোটি ১৩ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৮ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৮৭৯ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২০ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৪ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১ দশমিক ০০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩২৪ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১২ দশমিক ৭২ পয়েন্ট কমে ১৫ হাজার ৭৫২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৯টির, কমেছে ৮৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪২টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ফুওয়াং ফুড, লাফার্জ সুরমা সিমেন্ট, কেয়া কসমেটিকস, জেনারেশন নেক্সট, বেক্সিমকো লিমিটেড, ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, লংকা-বাংলা ফাইন্যান্স, সাইফ পাওয়ার এবং শাহজিবাজার পাওয়ার।
/এসএনএইচ/

সম্পর্কিত
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
থ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আবেদন শুরু রবিবার
সর্বশেষ খবর
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া