X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

২০১৬-১৭ অর্থবছর : লক্ষ্যমাত্রার চেয়ে তিন কোটি টাকা বেশি রাজস্ব আয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৭, ২১:২১আপডেট : ২৬ জুলাই ২০১৭, ২১:২১

এনবিআরের সংবাদ সম্মেলন সদ্য শেষ হওয়া ২০১৬-১৭ অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে তিন কোটি টাকা বেশি রাজস্ব আয় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটির হিসাবে গত ২৪ জুলাই পর্যন্ত আয়কর, মূল্য সংযোজন কর (মূসক) ও শুল্ক মিলিয়ে এক লাখ ৮৫ হাজার ৩ কোটি টাকার রাজস্ব আয় হয়েছে। রাজস্ব আয়ের সংশোধিত লক্ষ্য ছিল এক লাখ ৮৫ হাজার কোটি টাকা।

বুধবার (২৬ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘২০১৫-১৬ অর্থবছরের তুলনায় ২০১৬-১৭ অর্থবছরে এনবিআরের রাজস্ব আহরণের পরিমাণ প্রায় ১৯ শতাংশ বেড়েছে। ২০১৫-১৬ অর্থবছরে এনবিআর রাজস্ব আহরণ করেছিল এক লাখ ৫০ হাজার কোটি টাকা। সেই হিসাবে গত কয়েক বছরের মধ্যে গত অর্থবছরে রাজস্ব আয়ে সর্বোচ্চ প্রবৃদ্ধি হয়েছে। এর আগে ২০১৫-১৬ ও ২০১৪-১৫ অর্থবছরে এনবিআরের রাজস্ব আয়ের প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ১৪ দশমিক ৬০ এবং ১২ দশমিক ৩২ শতাংশ।’ আগামী সেপ্টেম্বরে চূড়ান্ত হিসাব পাওয়া গেলে রাজস্ব আয়ের পরিমাণ আরও বেড়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

গত অর্থবছরে খাতভিত্তিক রাজস্ব আয়ের হিসাব হলো- আমদানি ও রফতানি শুল্ক খাত থেকে আয় হয়েছে ৫৪ হাজার ৩৩০ কোটি ৪৮ লাখ টাকা, স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক) থেকে ৬৬ হাজার ৮৯১ কোটি ৪৫ লাখ এবং আয়কর ও ভ্রমণ কর খাতে ৬৩ হাজার ৭৮১ কোটি টাকা। এনবিআর চেয়ারম্যান বলেন, ‘গত অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে নানামুখী চ্যালেঞ্জ ছিল। এর ফলে রাজস্ব আহরণ প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাতে পারেনি। এসব চ্যালেঞ্জ না থাকলে রাজস্ব আহরণ আরও বৃদ্ধি পেত।’

তিনি বলেন, ‘ভ্যাটের মূল রাজস্ব আসে সিগারেট খাত ও মোবাইল ফোন অপারেটরদের কাছ থেকে। জুন মাসে অপ্রত্যাশিতভাবে এ খাতে রাজস্ব আহরণ হ্রাস পায়। গত মাসের শেষ সপ্তাহে ঈদের দীর্ঘ ছুটির কারণে আমদানি পর্যায়ে পণ্য খালাস হ্রাস পায়। এ কারণে রাজস্ব আহরণও হ্রাস পায়। একইভাবে লম্বা ছুটির নেতিবাচক প্রভাব পড়ে স্থানীয় ভ্যাট ও আয়কর আহরণের ক্ষেত্রেও। রাজস্ব আহরণের অন্যতম খাত হলো উৎসে কর ও আয়কর। ঈদের দীর্ঘ ছুটির কারণে সরকারি-বেসরকারি অফিসে কাজকর্ম কমে যায় এবং রাজস্ব আহরণের ক্ষেত্রে এর প্রভাব পড়ে। ব্যাংকিং খাতে ১৪ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধির জন্য আয়কর খাতেও রাজস্ব আহরণ হ্রাস পেয়েছে।’

মো. নজিবুর রহমান বলেন, ‘নতুন ভ্যাট আইনের পেছনে ভ্যাট ও কাস্টমস কর্মকর্তাদের কর্মঘণ্টার একটা বড় অংশ ব্যয় হয়েছে। ফলে অন্যান্য অর্থবছরের মতো তারা রাজস্ব আহরণে স্বাভাবিক মনোযোগ দিতে পারেননি।’ পেট্রোবাংলা ও বিপিসির কাছে বিপুল পরিমাণ রাজস্ব বকেয়া রয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘দীর্ঘদিনের পুঞ্জীভূত এই বকেয়া রাজস্ব পাওয়া গেলে গত অর্থবছরে সরকারের নির্ধারিত মূল লক্ষ্যমাত্রা দুই লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকা রাজস্ব অর্জনও সম্ভব ছিল।’

চলতি ২০১৭-১৮ অর্থবছরের নির্ধারিত রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা দুই লাখ ৪৮ হাজার ১৯০ কোটি টাকা অর্জন করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

/জিএম/এএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
ভারত-পাকিস্তান টেস্ট হবে দারুণ: রোহিত
ভারত-পাকিস্তান টেস্ট হবে দারুণ: রোহিত
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ