X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ১৩ ও সিএসইতে কমেছে ৩৭ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০১৭, ১৫:৪২আপডেট : ৩০ জুলাই ২০১৭, ১৫:৪২

ডিএসই ও সিএসই সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে প্রধান সূচক ও লেনদেন উভয়ই কমে শেষ হয়েছে এদিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ১৩ দশমিক ০২ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ৩৭ দশমিক ২০ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৬৩৮ কোটি ১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৭৬৪ কোটি ৭৮ লাখ  টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৬০১ কোটি ৬৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৭১২ কোটি ৯৬ লাখ  টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১১১ কোটি ৩০ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৩ দশমিক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮০২ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ৮৪ পয়েন্ট কমে ১ হাজার ৩১০ পয়েন্টে এবং ২ দশমিক ২৯ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১২৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০১টির, কমেছে ১৯১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৭টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- সিনি ব্যাংক, লংকা-বাংলা ফাইন্যান্স, আইডিএলসি, ওয়ান ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, প্রাইম ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ফরচুনা সু, সিয়াম টেক্সটাইল এবং কনফিডেন্স সিমেন্ট।
রবিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৩৬ কোটি ৩৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৫১ কোটি ৮২ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ১৫ কোটি ৪৮ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৩৭ দশমিক ২০ পয়েন্ট কমে ১০ হাজার ৮৫৯ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৫৮ দশমিক ৩৩ পয়েন্ট কমে ১৭ হাজার ৯৮১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৪ দশমিক ০৯ পয়েন্ট কমে ১ হাজার ৩২৩ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৫০ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৭৯১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭২টির, কমেছে ১৫২টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৬টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- জাহিন স্পিনিং, লাফার্জ সুরমা সিমেন্ট, আইডিএলসি, সিটি ব্যাংক, রূপালী ব্যাংক, ইসলামী ব্যাংক, ফুওয়াং ফুড, বিএসআরএম স্টিল, বেক্সিমকো লিমিটেড এবং কেয়া কসমেটিকস।
/এসএনএইচ/

সম্পর্কিত
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
থ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আবেদন শুরু রবিবার
সর্বশেষ খবর
দুই ভাইয়ের হাতাহাতিতে প্রাণ গেলো বড় ভাইয়ের
দুই ভাইয়ের হাতাহাতিতে প্রাণ গেলো বড় ভাইয়ের
বিখ্যাত চমচমের কারিগর শংকর সাহা মারা গেছেন
বিখ্যাত চমচমের কারিগর শংকর সাহা মারা গেছেন
চীনে মুক্তি, নতুন ইতিহাস গড়বে ‘টুয়েলভথ ফেল’?
চীনে মুক্তি, নতুন ইতিহাস গড়বে ‘টুয়েলভথ ফেল’?
ঢাকায় চীনের ভিসা সেন্টার, প্রয়োজন হবে না দূতাবাসে যাওয়ার
ঢাকায় চীনের ভিসা সেন্টার, প্রয়োজন হবে না দূতাবাসে যাওয়ার
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট