X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ডিএসইতে প্রধান সূচক ১০ ও সিএসইতে কমেছে ২৫ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০১৭, ১৫:৩৪আপডেট : ০৩ আগস্ট ২০১৭, ১৫:৩৮

ডিএসই ও সিএসই সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে প্রধান সূচক কমে শেষ হয়েছে এদিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ১০ দশমিক ৭১ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ২৫ দশমিক ৫৮ পয়েন্ট কমেছে।

এদিন উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেন গত কার্যদিবসের চেয়ে কমেছে। বৃহস্পতিবার উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ১৪১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বুধবার লেনদেন হয়েছিল এক হাজার ৩০৭ কোটি ৮৭ লাখ   টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে এক হাজার ৭৭ কোটি ৯৯ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল এক হাজার ২৩৮ কোটি ৭৪ লাখ  টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১৬০ কোটি ৭৫ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৮০ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৫২ পয়েন্ট কমে ১ হাজার ৩১১ পয়েন্টে এবং ৮ দশমিক ৫৪ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১২৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৭টির, কমেছে ১৬৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৯টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- জেনারশন নেক্সট, সাইফ পাওয়ার, সিএনএ টেক্সটাইল, লংকা-বাংলা ফাইন্যান্স, সিটি ব্যাংক, ইফাদ অটোমোবাইল, কেয়া কসমেটিকস, গ্রামীণ ফোন, প্রিমিয়ার ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংক।
বৃহস্পতিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৬৩ কোটি ৬৭ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৬৯ কোটি ১৩ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ৫ কোটি ৪৯ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ২৫ দশমিক ৫৮ পয়েন্ট কমে ১১ হাজার ১২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৪২ দশমিক ০২ পয়েন্ট কমে ১৮ হাজার ২৩৬ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৪ দশমিক ৫২ পয়েন্ট কমে ১ হাজার ৩৪১ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৩৯ দশমিক ২১ পয়েন্ট কমে ১৫ হাজার ৮৮৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৭টির, কমেছে ১৪১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩০টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- যমুনা ব্যাংক, জেনারেশন নেক্সট, সাইফ পাওয়ার, ফুওয়াং ফুড, লংকা-বাংলা ফাইন্যান্স, সিএনএ টেক্সটাইল, অ্যাপোলো ইস্পাত, সায়হাম কটন, বেক্সিমকো লিমিটেড এবং বিবিএস কেবল।
/এসএনএইচ/

সম্পর্কিত
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
থ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আবেদন শুরু রবিবার
সর্বশেষ খবর
কুড়িয়ে পাওয়া সাড়ে চার লাখ টাকা ফিরিয়ে দিলেন ইজিবাইকচালক
কুড়িয়ে পাওয়া সাড়ে চার লাখ টাকা ফিরিয়ে দিলেন ইজিবাইকচালক
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি