X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ৫ ও সিএসইতে বেড়েছে ১৭ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৭, ১৫:৪০আপডেট : ০৭ আগস্ট ২০১৭, ১৫:৪০

ডিএসই ও সিএসই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে প্রধান সূচক বেড়ে শেষ হয়েছে এদিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৫ দশমিক ৯৭ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ১৭ দশমিক ৮১ পয়েন্ট বেড়েছে। তবে এদিন উভয় স্টক এক্সচেঞ্জে অন্য সূচকগুলোতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

এদিন উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন গত কার্যদিবসের চেয়ে বেড়েছে। এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ২৫৫ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত রবিবার লেনদেন হয়েছিল ৯৮২ কোটি ৯১ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে এক হাজার ১৮৭ কোটি ৩৫ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৯১৯ কোটি ৩২ লাখ  টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ২৬৮ কোটি ৩ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯১৩ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ০০ পয়েন্ট কমে ১ হাজার ৩০৯ পয়েন্টে এবং ৪ দশমিক ৯৯ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১২৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ২০২টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৭টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- আইএফআইসি ব্যাংক, সিটি ব্যাংক, বিবিএস কেবল, ইস্টার্ন ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রাইম ব্যাংক, ফুওয়াং ফুড এবং সিএনএ টেক্সটাইল।
সোমবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৬৮ কোটি ৪৬ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৬৩ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার। সিএসইতে গত কার্যদিবসের শেয়ার লেনেদেন হয়েছিল ৬৩ কোটি ৫৯ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১৭ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২৩ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৩৪৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৩ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৩ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৩৫ দশমিক ৪৮ পয়েন্ট কমে ১৫ হাজার ৯৩১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৬৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ১৪৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ২১টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- আইএফআইসি ব্যাংক, বিবিএস কেবল, ন্যাশনাল ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ফুওয়াং ফুড, মার্কেন্টাইল ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, বেক্সিমকো লিমিটেড, সাইফ পাওয়ার, বিএসআরএম লিমিটেড এবং মার্কেন্টাইল ব্যাংক।
/এসএনএইচ/

সম্পর্কিত
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা