X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ১৮ ও সিএসইতে বেড়েছে ২৯ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০১৭, ১৫:১৬আপডেট : ২২ আগস্ট ২০১৭, ১৫:১৬

ডিএসই ও সিএসই সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে প্রধান সূচক ও লেনদেন উভয়ই বেড়ে শেষ হয়েছে এদিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ১৮ দশমিক ২২ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ২৯ দশমিক ৪২ পয়েন্ট বেড়েছে।

মঙ্গলবার উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ৫০ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত সোমবার লেনদেন হয়েছিল ৮০৫ কোটি ৭ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৯৭৮ কোটি ৮ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৭৫৮ কোটি ৬৭ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৪৫ কোটি ৯৬ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৬২ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৩০৭ পয়েন্টে এবং ৫ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১০২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৯টির, কমেছে ১০৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৭টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, বিবিএস কেবল, ফরচুনা সু, রংপুর ফাউন্ড্রি, লংকা-বাংলা ফাইন্যান্স, ফ্যামিলি টেক্সটাইল, জেমিনি সি ফুড, কেয়া কসমেটিস, আরএসআরএম স্টিল এবং আল আরাফা ইসলামী ব্যাংক।
মঙ্গলবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৭২ কোটি ২৩ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৪৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ২৯ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৫১ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ২১৪ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৩৮ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৯ দশমিক ২১ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৮২৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৪টির, কমেছে ৮২টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৩টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- আইডিএলসি, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, বিবিএস কেবল, ফুওয়াং ফুড, কেয়া কসমেটিকস, ফ্যামিলি টেক্সটাইল, ইনটেক অনলাইন, বেক্সিমকো লিমিটেড, কেডিএস অ্যাক্সেসরিজ এবং সেন্ট্রাল ফার্মা।

/এসএনএইচ/
সম্পর্কিত
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা