X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের উদাহরণ দিয়ে আমাদের অপমান করবেন না: ফরাসউদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০১৭, ০১:১২আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ০১:২৪

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মাদ ফরাসউদ্দিন (ফাইল ছবি)

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেছেন, ‘এখন কারও কারও মুখে পাকিস্তানের নাম শুনি, কিন্তু তারা জানে না, পাকিস্তান এক ব্যর্থ রাষ্ট্র। পাকিস্তানের উদাহরণ দিয়ে আমাদের অপমান করবেন না। বাংলাদেশ সাড়ে সাত শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে, যা পাকিস্তানের তিন ভাগ। দুনীর্তির দায়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বরখাস্ত হয়েছে, আর আমাদের প্রধানমন্ত্রীকে বিশ্বের ১০ জন চিন্তাশীল মানুষের একজন বলা হচ্ছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছে, বাংলাদেশ এশিয়ার নতুন টাইগার। লন্ডনের ফাইন্যান্সিয়াল টাইমস বলছে, শিগগিরই বাংলাদেশ চীনের বিকল্প হতে যাচ্ছে।’

মঙ্গলবার (২২ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) আয়োজিত স্মরণসভা, দোওয়া মাহফিল ও আলোকচিত্র প্রদর্শনীতে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ‘১৯৪৮ সালের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনও দিন পূর্ব পাকিস্তান উচ্চারণ করেননি। এর পরিবর্তে তিনি পূর্ব বাংলা অথবা বাংলা অথবা বাংলাদেশ বলেছেন।’

বঙ্গবন্ধুর একক নেতৃত্বে বাংলাদেশ প্রতিষ্ঠা পেয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘যারা বলে, বঙ্গবন্ধুর একক নেতৃত্বে বাংলাদেশ হয়নি, তারা মূর্খ ছাড়া আর কিছই নয়। কারণ, ওই সময় আওয়ামী লীগে অনেক কর্মী ছিল, কিন্তু নেতা ছিলেন একজনই; তিনি বঙ্গবন্ধু, অবিসংবাদিত নেতা।’

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর বলেন, ‘বঙ্গবন্ধুর সময় সাড়ে সাত কোটি মানুষের মধ্যে ছয় কোটি মানুষ দারিদ্রসীমার নীচে বাস করতো। এখন ১৬ কোটি মানুষের মধ্যে মাত্র সাড়ে তিন কোটি মানুষ দারিদ্রসীমার নীচে বাস করে। আজকের বাংলাদেশে প্রতি বছর পাঁচ হাজার করে নতুন কোটিপতি তৈরি হচ্ছে।’

এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান টিপু মুন্সী, এফবিসিসিআই সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ প্রমুখ।

 

/জিএম/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
ধানের উৎপাদন বাড়াতে ‘আর্টিফিশিয়াল রেইন’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘আর্টিফিশিয়াল রেইন’ পরিকল্পনা
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি