X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বোনাস জটিলতায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৭, ১৪:৪২আপডেট : ২৮ আগস্ট ২০১৭, ১৪:৪৩

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ বোনাস দেওয়াকে কেন্দ্র করে ফুঁসে উঠেছেন বাংলাদেশ ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার দুপুরে রাজধানীর মতিঝিলে ব্যাংলাদেশ ব্যাংক ভবনের নিচে বিক্ষোভ করেন তারা।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের সমান টাকা বোনাস পেতেন। নতুন বেতন স্কেল অনুযায়ীও মূল বেতনের সমান বোনাস পাওয়ার কথা। কিন্তু বর্তমান গভর্নর দায়িত্ব নেওয়ার পর পুরাতন বেতন স্কেল অনুযায়ী (২০১৫ বেতন স্কেল) বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেয় ব্যাংকের পরিচালনা পর্ষদ। ফলে কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

সোমবার বেলা ১১টার দিকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সংগঠন ব্যাংকার্স কাউন্সিল, কর্মচারিদের সংগঠন সিবিএসহ বিভিন্ন সংগঠনের নেতারা গভর্নরের সঙ্গে বোনাসের বিষয়ে আলোচনা করতে দেখা করতে যান। আলোচনায় গভর্নর জানান, বিষয়টি ভেবে দেখা হবে। এ বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ এ সময় গভর্নর কর্মকর্তা-কর্মচারী নেতাদের অর্থমন্ত্রীর বৈঠকে উপস্থিত থাকার কথা জানান। কিন্তু তারা এটা মানতে রাজি ছিলেন না। পরে ব্যাংকের ৩০ তলা ভবনের নিচে অবস্থান নেন কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন স্লোগান দেন এবং নেতাদের সঙ্গে আবারও গভর্নরের কাছে যাওয়ার অনুরোধ জানান। কিন্তু কাউন্সিল নেতারা জানান, এ বিষয়ে জরুরি মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে। আর নতুন বেতন স্কেল অনুযায়ী বোনাস না দিলে আন্দোলন শুরু করা হবে।
জানা গেছে, বিকালে বাংলাদেশ ব্যাংক ভবনে গভর্নরের সঙ্গে বৈঠক করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এর আগে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ ভালোভাবে নিচ্ছে না ব্যাংক কর্তৃপক্ষ। তাই বিক্ষোভকারীদের শান্ত রাখতে বিভিন্ন ধরনের তদবির করছেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেন- বাংলাদেশ ব্যাংক অফির্সাস ওয়েল ফেয়ার কাউন্সিলের সভাপতি এএইচ দেলোয়ার হোসেন, সেক্রেটারি ইস্তেকমাল হোসেন, অফির্সাস কাউন্সিলের নেতা ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক নওসাদ মোস্তফা প্রমুখ।

 

/জিএম/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ