X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

জর্জিয়া হতে পারে বাংলাদেশের সম্ভাবনাময় পোশাকের বাজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৭, ২০:১৩আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ২০:২২

জর্জিয়ার ডেপুটি ফরেন মিনিস্টার এইচ ই ডেভিড জালাগানিয়ার নেতৃত্বে বাংলাদেশ সফররত প্রতিনিধি দল জর্জিয়া বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় তৈরি পোশাকের বাজার হতে পারে বলে মন্তব্য করেছেন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান। সোমবার (১১ সেপ্টেম্বর)জর্জিয়ার ডেপুটি ফরেন মিনিস্টার এইচ ই ডেভিড জালাগানিয়ার নেতৃত্বে বাংলাদেশ সফররত প্রতিনিধি দলটির সঙ্গে বিজিএমইএ’র প্রতিনিধি দলের এক বৈঠকে তিনি এ কথা বলেন।
সিদ্দিকুর রহমান বলেন, জর্জিয়ার অর্থনীতি বিকাশমান এবং এর মাথাপিছু আয় ও ব্যয় বেড়েই চলেছে। এছাড়া পোশাক রফতানিতে জর্জিয়ায় শুল্কমুক্ত বাজারে বাংলাদেশের প্রবেশাধিকারও রয়েছে। বিজিএমইএ সভাপতি জর্জিয়ার ব্যবসায়ীদেরকে বাংলাদেশ ভ্রমণ ও এদেশ থেকে পোশাক ক্রয়ের অনুরোধ জানান। এ সময় তারা দ্বি-পাক্ষিক বাণিজ্য বিষয়েও আলোচনা করেন। 

বৈঠকে এইচ ই  ডেভিড জালাগানিয়ার  বলেন, জর্জিয়া আয়তনের দিক থেকে একটি ছোট দেশ হলেও এর ভৌগলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে উত্তর ও দক্ষিণ এবং পূর্ব ও পশ্চিমের মধ্যে এটি একটি ক্রসরোড এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এর অবাধ বাণিজ্য (ফ্রি ট্রেড) রয়েছে। তাই বিশ্ব বাণিজ্যে দেশটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি জর্জিয়ার অর্থনৈতিক উন্নয়নের বর্ণনা দিয়ে বলেন, বর্তমান প্রেক্ষাপটে দু’দেশের মধ্যে পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগের যথেষ্ট সম্ভাবনা থাকলেও এখন পর্যন্ত তেমন অগ্রগতি হয়নি। তিনি বাংলাদেশের ব্যবসায়ীদেরকে জর্জিয়া ভ্রমণের আমন্ত্রণ জানান।

বিজিএমইএ অফিসে আয়েজিত বৈঠকে অন্যান্যের মধ্যে বিজিএমইএ’র সহ সভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির, পরিচালক মো. শহিদুল হক মুকুল, মিরান আলী, মো.মনির হোসেন,  আ.ন.ম. সাইফউদ্দীন, জর্জিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মি.নানা গ্যাপরিন্দাসভিলি উপস্থিত ছিলেন। এছাড়াও বৈঠকে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত (যিনি জর্জিয়ার নন-রেসিডেন্ট রাষ্ট্রদূত) মো. আল্লামা সিদ্দিকী বক্তব্য দেন।

/জিএম/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী