X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

তোফায়েল আহমেদের ১১ দফা আন্দোলনে ছিলাম, জামায়াত হলাম কিভাবে: লায়েক আলী

শফিকুল ইসলাম
১৮ সেপ্টেম্বর ২০১৭, ২৩:০৮আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ০২:১৫

কেএম লায়েক আলী (ছবি: জয়পুরহাট প্রতিনিধি) ১৯৬৯ সালে রাজশাহী নিউ ডিগ্রি কলেজের ছাত্র থাকাবস্থায় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছেন ‘বাংলাদেশ অটো, মেজর, হাসকিং রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের’ সাধারণ সম্পাদক লায়েক আলী। তিনি বলেন, ‘ওই সময় কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের নায়ক, তৎকালীন ডাকসুর ভিপি,  বর্তমান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের ১১ দফার পক্ষে রাজপথে আন্দোলন করেছি। সেই আমি এই সময়ে এসে জামায়াত হলাম কিভাবে?’ সোমবার সন্ধ্যায় টেলিফোনে আলাপকালে বাংলা ট্রিবিউনকে তিনি এসব কথা বলেন।

লায়েক আলী বলেন, ‘আমি তো জামায়াতবিরোধী ছিলাম, এখনও আছি। সারা জীবন আমার রাজনৈতিক শত্রু ছিল জামায়াত-শিবির। অথচ এখন বলা হচ্ছে, আমি নাকি জামায়াতের রাজনীতি করি।’ তাহলে আপনার বিরুদ্ধে এমন অভিযোগ উঠলো কেন, এমন প্রশ্নে তিনি বলেন, ‘খাদ্যমন্ত্রী কামরুল ইসলামই সব জায়গায় বলে বেড়াচ্ছেন, আমি নাকি জামায়াতের রাজনীতি করি।’ এমন অভিযোগের প্রতিবাদ করছেন না কেন—জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তো আর রাজনীতিই করি না, যে চিল্লাচিল্লি করব!’

জানা গেছে, ‘বাংলাদেশ অটো, মেজর, হাসকিং রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশন’ রাইস মিল মালিকদের সংগঠন হলেও বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশন নামে আরেকটি সংগঠন রয়েছে। বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হচ্ছে,  বিএনপি-জামায়াত-সমর্থিত ‘বাংলাদেশ অটো, মেজর, হাসকিং রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা চাল সংকট ইস্যুতে সরকারকে বিব্রত করছে। তারাই চালের অবৈধ মজুদ করেছে। বাজারে চালের কৃত্রিম সংকট দেখিয়ে চালের বাজারকে অস্থির করেছে। ভারত আগামী তিন মাস চাল রফতানি করবে না, এমন গুজবও ছড়িয়েছে তারা। এই সংগঠনের সভাপতি আব্দুর রশিদ বিএনপির অর্থ যোগানদাতা এবং সাধারণ সম্পাদক লায়েক আলী জামায়াতের রাজনীতি করেন বলেও অভিযোগ পাওয়া গেছে। 

এদিকে ‘বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশন’-এরনেতারা সরকার সমর্থিত। এ সংগঠনের চেয়ারম্যান এ কে এম খোরশেদ আলম খান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। সংগঠনের অন্য নেতারাও রাজনৈতিকভাবে আওয়ামী রাজনীতির সমর্থক বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, এই নেতারাই সুবিধা নিতে তাদের প্রতিপক্ষ সংগঠনের নামে এ সব অভিযোগ চাপিয়ে ফায়দা নিতে চাচ্ছেন। 

জানতে চাইলে লায়েক আলী বলেন, ‘অভিযোগ রয়েছে, ধান ও চাল সংগ্রহে আমরা নাকি সরকারকে সহযোগিতা করছি না। এমন অভিযোগ সঠিক নয়। সরকার বিব্রত হোক, এমন কিছু আমরা কখনোই চাইনি। এখনও চাই না। আমরা সব সময় চেয়েছি সরকারকে সহযোগিতা করতে। সরকারের পক্ষ থেকে ধান চাল সংগ্রহের যে কমিটি রয়েছে, আমরা সে কমিটির সদস্য নই। কিন্তু আমরা বার বার খাদ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি, মৌখিকভাবেও অনুরোধ করেছি যে, আমাদের ওই কমিটির সদস্য করা হোক। কিন্তু এখনও আমাদের সদস্য করা হয়নি। আমরা যদি সরকারের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সদস্য হতাম, তাহলে কমিটির মিটিংয়ে ধান-চাল সংগ্রহে সরকারকে পরামর্শ দিতে পারতাম। এরপরও আমরা ওই কমিটির বাইরে থেকে সরকারকে ধান ও চাল সংগ্রহে লিখিত পরামর্শ দিয়েছি। যদিও সে পরামর্শ নেওয়া হয়নি। তাহলে আমরা যে সরকারকে বিব্রত করছি, বেকায়দায় ফেলছি, এমন অভিযোগ কেন আসছে, তা আমি জানি না।’ 

এক প্রশ্নের জবাবে লায়েক আলী বলেন, ‘সরকার ধান প্রতিকেজি ২৪ টাকা ও চাল ৩৪ টাকা কেজি দরে কেনার সিদ্ধান্ত যখন চূড়ান্ত করলো, তখন আমরা খাদ্যমন্ত্রীকে বললাম, ২৪ টাকা কেজি দরে ধান কিনলে তা থেকে চাল তৈরির পর এর খরচ পড়বে ৩৭ টাকা ৫০ পয়সা। চাল উৎপাদন খরচ ৩৭ টাকা ৫০ পয়সা হলে ৩৪ টাকা দরে চাল কিভাবে কৃষক ও মিলাররা সরকারকে সরবরাহ করবে? সে ক্ষেত্রে প্রতিকেজি চালের দাম ৩৮ টাকা করা হোক, এমন পরামর্শও নেওয়া হয়নি।’ তিনি আরও বলেন, ‘তখন খাদ্যমন্ত্রী আমাদের বললেন, এই মুহূর্তে দাম বাড়ানো যাবে না। তখন আমরা আবারও বললাম, ঠিক আছে, দাম না বাড়াতে পারলেও অন্তত মিলারদের প্রণোদনা দেওয়া হোক। যা মিলাররা সরকারি গুদামে চাল সরবরাহের পরে পাবেন। আমাদের এমন সুপারিশও মানেননি খাদ্যমন্ত্রী। ফলে লোকসান দিয়ে মিলাররা চাল সরবরাহ করেননি। এ ক্ষেত্রে আমাদের দোষ কোথায়?’

১৯৯১ সানে রাজশাহীতে ‘উত্তরবঙ্গ চালকল মালিক সমিতি’ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছেন বলে জানিয়ে লায়েক আলী বলেন,  ‘‘পরবর্তী সময়ে সেটিই ২০০৯ সালে জয়েন স্টক কোম্পানি থেকে নিবন্ধিত হয়ে ‘বাংলাদেশ অটো, মেজর, হাসকিং মিল ওনার্স অ্যাসোসিয়েশন’ নামে যাত্রা শুরু করে। যা বাণিজ্য মন্ত্রণালয়ে নিবন্ধিত সংগঠন।’’ তিনি বলেন, ‘পরবর্তী সময়ে একটি মহল আমাদের সংগঠনের নামে দেওয়া স্মারক নম্বর ব্যবহার করে আরেকটি সংগঠন করেছে, যা অবৈধ।’

রাইস মিল মালিকদের আরেক সংগঠন ‘বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশন’-এর চেয়ারম্যান একেএম খোরশেদ আলম খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের প্রতিপক্ষ সংগঠনের নামে আমরা কোনও অভিযোগ করিনি। কখনোই বলিনি যে, এত কিছুর জন্য প্রতিপক্ষ সংগঠন দায়ী। তাদের কোনও সদস্য দায়ী। আমার তো মনে হয়, যারা এমন কাজটি করছেন তারা কোনও অ্যাসোসিয়েশনেরই সদস্য নন। কাজেই প্রতিপক্ষ অ্যাসোসিয়েশনকে দায়ী করে আমরা সরকারের কাছ থেকে কোনও ফায়দা লুটব, এমন অভিযোগ ঠিক নয়।’ তিনি আরও বলেন, ‘অন্য সংগঠনের সাধারণ সম্পাদক জামায়াত করেন, এমন কথা আমরা কখনও কোথাও বলিনি। তিনি যে জামায়াত করেন, তা খাদ্যমন্ত্রী (রবিবার ১৭ সেপ্টেম্বর) বাণিজ্যমন্ত্রীকে জানিয়েছেন। আমরা সেখান থেকেই জেনেছি যে, উনি জামাতের রাজনীতির সঙ্গে যুক্ত।’

একেএম খোরশেদ আলম খান বলেন, ‘বর্তমানে চাল নিয়ে এত কেলেঙ্কারির জন্য খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কায়কোবাদ ও খাদ্য অধিদফতরের মহাপরিচালক বদরুল হাসান সমানভাবে দায়ী। কারণ, আমরা যখন বলেছি, ৩৪ টাকায় চাল পাবেন না, চালের দাম বাড়ান, আমাদের সেই পরামর্শ শোনেননি। আমরা যখন বলেছি, চাল আমদানির অনুমতি দেন, তখন দেননি। আমরা যখন বলেছি, চালের ওপর থেকে আমদানি শুল্ক পুরোপুরি তুলে দেন, আমাদের এ পরামর্শও শোনেননি।’ তিনি বলেন, ‘আমাদের পরামর্শ শুনলে এমন পরিস্থিতির উদ্ভব হতো না।  আমি বাণিজ্যমন্ত্রীকে বলেছি ’৭৪-এর দুর্ভিক্ষের গন্ধ পাচ্ছি।’

এক প্রশ্নের জবাবে খোরশেদ আলম বলেন, ‘আমাদের সংগঠনটি পুরনো। আগে রেজিস্ট্রেশন নেওয়া। ওরা আমাদের অনেক পরে সংগঠন করেছে। এই বিষয়টি চ্যালেঞ্জ করে আমি নিজে বাদী হয়ে আদালতে মামলা করেছি, যা বিচারাধীন রয়েছে।’  

আরও পড়ুন:  চাল মজুদে অভিযুক্ত রশিদ ও লায়েকের বিষয়ে যা জানা গেলো

        

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া