X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মোবাইল ব্যাংকিংয়ের আড়ালে হুন্ডির সম্পৃক্ততা পেলে কঠোর ব্যবস্থা: গভর্নর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৭, ০৩:১৪আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ০৩:১৫

 

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির মোবাইল ব্যাংকিংয়ের আড়ালে কোনও প্রতিষ্ঠান অবৈধ হুন্ডির সঙ্গে সম্পৃক্ত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। 

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ‘বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২০১৬’ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান।

বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র সচিব ইউনুসুর রহমান ।

ফজলে কবির উল্লেখ করেন, হুন্ডির সঙ্গে সম্পৃক্ত থাকায় ইতোমধ্যে বেশ কিছু মোবাইল সার্ভিসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। হুন্ডির সঙ্গে সম্পৃক্ততা পেলে আগামীতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গভর্নর বলেন, ‘রেমিট্যান্স বাড়াতে বাংলাদেশ ব্যাংক বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এক্ষেত্রে রেমিট্যান্স আনতে নীতিমালা সহজ করা হয়েছে। প্রবাসীদের মধ্যে যারা বন্ডে বিনিয়োগ করবেন তাদেরকে ঋণ সুবিধা ও গৃহ ঋণ সুবিধা দেওয়া হবে।’

ফজলে কবির বলেন, ‘হুন্ডি চক্রের সঙ্গে ব্যাংকগুলোকে প্রতিযোগিতা করেই টিকে থাকতে হবে। অবৈধ হুন্ডিওয়ালারা রেমিট্যান্সের টাকা গ্রাহকের কাছে দ্রুত পৌঁছাতে পারলে ব্যাংক কেন পারবে না। এ জন্য ব্যাংকগুলোকে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমকে কাজে লাগাতে হবে। মোবাইল ব্যাংকিং কার্যক্রমকে কাজে লাগাতে হবে। ’

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, ‘সাধারণ শ্রমজীবী মানুষ অর্থনীতির মূল শক্তি। এই সাধারণ মানুষেরা কাজ করে কৃষি, রেমিট্যান্স ও শিল্পে। এই তিন খাতের শ্রমিকরাই দেশের অর্থনীতিকে টিকিয়ে রেখেছে।’

তিনি বলেন, ‘রেমিট্যান্সের প্রবাহ বাড়বে। এক্ষেত্রে সরকারের যেসব কর্মকর্তা দায়িত্বশীল পদে রয়েছেন তাদের ভয় পাওয়া চলবে না। অর্থনীতিকে এগিয়ে নিতে সামনে যেসব বাধা আসবে তা মোকাবিলা করতে হবে। এক্ষেত্রে বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তাদের বেশি ভূমিকা রাখতে হবে।’

অনুষ্ঠানে অ্যাওয়ার্ড দেওয়া হয় ৯ প্রতিষ্ঠান ও ২৬ ব্যক্তিকে। চার ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী তফসিলি ব্যাংক ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক; রাষ্ট্রায়াত্ত অগ্রণী, সোনালী ও জনতা ব্যাংক। এক্সচেঞ্জ হাউজ ক্যাটাগরিতে যুক্তরাষ্ট্রের দুটি, যুক্তরাজ্যের একটি ও ইতালির একটি প্রতিষ্ঠান।  এছাড়া সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী (প্রবাসী) ক্যাটাগরিতে ২১ জনকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আর বন্ডের বিনিয়োগকারী ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন আরও পাঁচজন।

সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী (প্রবাসী) ও বন্ডের বিনিয়োগকারী ব্যক্তিদের মধ্যে ১৭ জন সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন।  বাকি ৯ জন যুক্তরাষ্ট্র, কুয়েত, জার্মানি, সিঙ্গাপুর, কাতার ও অস্ট্রেলিয়ায় বসবাস করছেন।

২০১৪ সাল থেকে এই অ্যাওয়ার্ড দেওয়া শুরু করে বাংলাদেশ ব্যাংক। ওই বছর সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানো ২০ জনকে এবং বন্ডে বিনিয়োগকারী ২৫ জনকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। 

/জিএম/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা