X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

এসএমই ঋণে পিছিয়ে পড়ছে নারী

গোলাম মওলা
২৪ সেপ্টেম্বর ২০১৭, ২২:১৩আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ২২:২৬

এসএমই ঋণ সামগ্রিকভাবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) ঋণ বিতরণ বাড়লেও এই খাতে নতুন উদ্যোক্তার মধ্যে ঋণ বিতরণের পরিমাণ কমেছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে সবচেয়ে বেশি বঞ্চিত করা হয়েছে নতুন নারী উদ্যোক্তাদের। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের তথ্য নিয়ে রবিবার (২৪ সেপ্টেম্বর) এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৭ সালের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) নারী উদ্যোক্তাদের মধ্যে এসএমই ঋণ বিতরণ করা হয়েছে দুই হাজার ৩৩৩ কোটি টাকা। আগের বছরের একই সময়ে নারী উদ্যোক্তাদের মাঝে এসএমই ঋণ বিতরণ করা হয়েছিল ৩ হাজার ৮২ কোটি টাকার। এই হিসাবে এক বছরের ব্যবধানে নারী উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণের পরিমাণ কমেছে ৭৪৯ কোটি টাকা।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের সাবেক মহাব্যবস্থাপক স্বপন কুমার রায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশে চলমান বিনিয়োগ মন্দার মধ্যেও এসএমই খাতে ঋণ বিতরণে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ইতিবাচক সাড়া দিয়েছে। ফলে এই খাতে ঋণ বিতরণের পরিমাণ বাড়ছে। তবে নারী উদ্যোক্তাদের প্রতিষ্ঠান কাঙ্ক্ষিত হারে ঋণ পাচ্ছে না।’ তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, ব্যাংকের প্রতিটি শাখায় কমপক্ষে পাঁচ জন নারী উদ্যোক্তাকে ঋণ দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু ব্যাংকগুলো এই নির্দেশনা মানছে না।’ এ বিষয়ে মাঠ পর্যায়ে তদারকি বাড়ানো জরুরি বলে মনে করেন তিনি।
বাংলাদেশ ব্যাংকের ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ম্যানুফ্যাকচারিং খাতে ২০১৬ সালের তুলনায় চলতি বছরের প্রথম ছয় মাসে নারীরা ৮৫ কোটি টাকার ঋণ কম পেয়েছেন। গত বছরের প্রথম ছয় মাসে তারা ম্যানুফ্যাকচারিং খাতে ঋণ পেয়েছিলেন ৬২৪ কোটি টাকা। এ বছরের একই সময়ে তারা ঋণ পেয়েছে ৫৩৮ কোটি টাকা। এছাড়া ট্রেড খাতে ২০১৬ সালের তুলনায় নারীরা একই সময়ে ঋণ কম পেয়েছেন ৫৪৫ কোটি টাকা। গত বছরের প্রথম ছয় মাসে ট্রেড খাতে তারা ঋণ পেয়েছিলেন ২ হাজার ১৭ কোটি টাকা। এ বছরের একই সময়ে তারা ঋণ পেয়েছেন ১ হাজার ৪৭১ কোটি টাকা।
এ প্রসঙ্গে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট সেলিমা আহমাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এসএমই ঋণের ১৫ শতাংশ হারে নারী উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করার কথা থাকলেও ব্যাংকগুলো তা করছে না। ফলে অনেক নারী এসএমই ঋণ থেকে বঞ্চিত হচ্ছেন।’ তিনি বলেন, ‘ব্যাংকগুলোতে নারীদের জন্য কেবল নামকাওয়াস্তে ডেস্ক করলে হবে না, সত্যিকার অর্থে নারীবান্ধব হতে হবে ব্যাংকগুলোকে।’ প্রত্যন্ত অঞ্চলের নারীরাও যেন এই ঋণ পেতে পারেন, সে জন্য সরকারি ব্যাংকগুলোকে এক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালের প্রথম ছয় মাসে ৭৭ হাজার ৬০১টি নতুন প্রতিষ্ঠান ঋণ পেলেও চলতি বছরের প্রথম ছয় মাসে ঋণ পেয়েছে ৭৪ হাজার ৭৯৪টি নতুন প্রতিষ্ঠান। এছাড়া, ২০১৬ সালের প্রথম ছয় মাসে নতুন নারী উদ্যোক্তাদের দেওয়া হয়েছিলো ৫৯৫ কোটি টাকার এসএমই ঋণ, যা এ বছরের প্রথম ছয় মাসে ছিল ৪৯৯ কোটি টাকা।
প্রতিবেদনে দেখা গেছে, ২০১৬ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সময়ে নতুন উদ্যেক্তাদের মধ্যে এসএমই ঋণ বিতরণ করা হয়েছিল ১২ হাজার ৬০৭ কোটি টাকা; ২০১৭ সালের একই সময়ে এই ঋণের পরিমাণ ছিল ১১ হাজার ৮১৫ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ৬ মাসে ব্যাংকগুলো বিতরণ করা ঋণের মধ্যে ৬০ হাজার ৩১৫ কোটি টাকা আদায় করেছে। চলতি বছরে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ১ লাখ ৩৩ হাজার ৮৫৩ কোটি টাকা এসএমই খাতে বিতরণের লক্ষ্য ঠিক করেছে। ২০১৬ সালে এ খাতে বিতরণের লক্ষ্য ছিল ১ লাখ ১৩ হাজার ৫০৩ কোটি টাকা।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসে বিতরণ করা হয়েছে ৮৩ হাজার ৫০৬ কোটি টাকার এসএমই ঋণ, যা লক্ষ্যমাত্রার ৬২ দশমিক ৩৯ শতাংশ। এর মধ্যে ব্যাংকগুলো বিতরণ করেছে ৭৯ হাজার ১৭৭ কোটি টাকা; আর্থিক প্রতিষ্ঠানগুলো বিতরণ করেছে ৪ হাজার ৩২৯ কোটি টাকা।
প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালে মোট এক লাখ ৪৬ হাজারের বেশি নতুন উদ্যোক্তা প্রতিষ্ঠান ঋণ পেয়েছিল। এর মধ্যে ১৩ হাজার ৭৪২ জন নতুন নারী উদ্যোক্তা পেয়েছিলেন এক হাজার ৯২ কোটি ৩৫ লাখ টাকা ঋণ। ২০১৫ সালে মোট নারী উদ্যোক্তার সংখ্যা ছিল এক লাখ ৮৮ হাজার ২৩৩ জন।
আরও পড়ুন-
বিদ্যুতের দাম না বাড়ানোর আহ্বান ঢাকা চেম্বারের
চার বছর পর বেসরকারি খাতে ঋণের সর্বোচ্চ প্রবৃদ্ধি

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি